IPL 2025: আইপিএল শুরুর আগেই ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস, চোট পেয়ে মাঠের বাইরে তরুণ পেসার

সংক্ষিপ্ত

IPL 2025: গত বছর আইপিএল-এ দুর্দান্ত বোলিং করে ক্রিকেট মহলে সাড়া ফেলে দেন তরুণ পেসার ময়াঙ্ক যাদব। কিন্তু বারবার চোট পাচ্ছেন এই তরুণ। ফলে তিনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

Mayank Yadav Injury: চোটের জন্য এবারের আইপিএল-এর (IPL 2025) প্রথমার্ধে খেলতে পারবেন না লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তরুণ পেসার ময়াঙ্ক যাদব (Mayank Yadav)। তাঁর যে চোট, তা চিকিৎসা পরিভাষায় লুম্বার স্ট্রেস ইনজুরি (Lumbar stress injury) নামে পরিচিত। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান ময়াঙ্ক। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরেই চোট পান এই তরুণ পেসার। তার আগে গত মরসুমের আইপিএল চলাকালীন একাধিকবার চোট পেয়েছিলেন এই তরুণ। তারপর চোট সারিয়ে জাতীয় দলে সুযোগ পান ময়াঙ্ক। কিন্তু ফের চোট পাওয়ায় তাঁকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের জন্য পাঠানো হয়। সম্প্রতি ফের বোলিং শুরু করেছেন ময়াঙ্ক। কিন্তু তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। এই পেসার কবে সম্পূর্ণ ফিট হয়ে উঠে জাতীয় দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফিট হয়ে উঠলে এবারের আইপিএল-এর দ্বিতীয়ার্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারেন ময়াঙ্ক।

চোটপ্রবণ ক্রিকেটার ময়াঙ্ক

Latest Videos

গত ১২ মাসে বেশ কয়েকবার চোট পেয়েছেন ময়াঙ্ক। গত মরসুমের আইপিএল-এ প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বোলিং করে চমক দেন এই তরুণ পেসার। চোটের জন্য ২০২৩ সালের আইপিএল-এ খেলতে পারেননি এই পেসার। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট নেন ময়াঙ্ক। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন উইকেট নেন তিনি। পরপর দুই ম্যাচে তিনি সেরা ক্রিকেটার নির্বাচিত হন। কিন্তু চার ম্যাচ খেলার পরেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ময়াঙ্ক। তবে চোটের জন্য বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকলেও, এবারের আইপিএল-এর নিলামে ১১ কোটি টাকা দিয়ে এই পেসারকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস

ময়াঙ্কের ফিটনেসের দিকে নজর জাহির খানের

লখনউ সুপার জায়ান্টসের ডিরেক্টর অফ ক্রিকেট জাহির খান বলেছেন, ‘আমরা চাই, ময়াঙ্ক শুধু ১০০ শতাংশ নয়, ১৫০ শতাংশ ফিট হয়ে আইপিএল ২০২৫-এ খেলুক। আমরা ওকে ফিট করে তোলার জন্য সবরকম চেষ্টা করব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওনার পার্টির লোকেরাই টাকা নিয়েছে, দায় ওদেরই' বুঝিয়ে দিলেন দিলীপ | Dilip Ghosh News | SSC Scam
সুপ্রিমে স্বস্তি পেল মমতার সরকার! কী বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? | Bikash Ranjan Bhattacharya