
Shreyas Iyer: তাঁর নেতৃত্বে এক দশক পর আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু পরের মরসুমের জন্য তাঁকে দলে রাখেনি কেকেআর। আইপিএল নিলামেও (IPL 2025 Auction) চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে ধরে রাখার চেষ্টা করেনি কেকেআর ম্যানেজমেন্ট। এবারের আইপিএল-এ (IPL 2025) পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলবেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তিনি বুঝিয়ে দিয়েছেন, কেকেআর ছাড়তে চাননি। কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও স্বীকৃতি না পাওয়ায় দুঃখ পেয়েছেন। এক সাক্ষাৎকারে শ্রেয়াস বলেছেন, ‘আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই প্রধান লক্ষ্য ছিল। আমি আইপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছি। কিন্তু আমার মনে হয়েছে, আইপিএল জেতার পরেও যে স্বীকৃতি চাইছিলাম তা পাইনি। কিন্তু দিনের শেষে নিজের জন্য কাজ করে যেতে হবে। যখন কেউ দেখছে না, তখনও ঠিক কাজ করে যেতে হবে। সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমি সেটাই করে চলেছি।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স শ্রেয়াসের
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন শ্রেয়াস। ৫ ম্যাচ খেলে ২৪৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। দলের প্রয়োজনের মুহূর্তে বারবার ইনিংসের হাল ধরেছেন শ্রেয়াস। ফাইনালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন সময়ে তাঁর ব্যাট চওড়া হয়ে উঠেছিল। গত বছর শৃঙ্খলাভঙ্গের জন্য বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়াস। তাঁর সময় খারাপ যাচ্ছিল। তবে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ফের নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
কঠিন সময়ে খুব কমজনকেই পাশে পেয়েছেন শ্রেয়াস
শ্রেয়াস জানিয়েছেন, ‘আমার যখন খারাপ সময় ছিল, তখন খুব কম মানুষই আমার পাশে ছিলেন। প্রবীণ আমরে স্যার, অভিষেক নায়ার, ট্রেনার সাগরের মতো কয়েকজন আমাকে বার্তা পাঠিয়েছিলেন। তাঁরা খারাপ সময়ে আমাকে সাহায্য করেছিলেন। এই ধরনের লোকজনকে পাশে পেলেই আমি উন্নতি করতে পারব। ভালো সময়ে অনেকেই পাশে থাকে। কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই পাশে পাওয়া যায়। এটা স্বাভাবিক ঘটনা।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।