Qualifier 2 PBKS vs MI: আইপিএল ২০২৫ কোয়ালিফায়ার টুয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং পাঞ্জাব কিংসের

Published : Jun 01, 2025, 07:25 PM ISTUpdated : Jun 01, 2025, 07:48 PM IST
shreyas iyer-hardik pandya

সংক্ষিপ্ত

Punjab Kings vs Mumbai Indians: এবারের আইপিএল-এ (IPL 2025) ফাইনালের আগে রবিবারই শেষ ম্যাচ। কোয়ালিফায়ার টুয়ে মুখোমুখি পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচে যে দল জয় পাবে, তারা মঙ্গলবার ফাইনাল খেলবে।

IPL 2025 Qualifier 2 Punjab Kings vs Mumbai Indians: আইপিএল-এর (IPL 2025) কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। এবারের আইপিএল-এ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বেশিরভাগ ম্যাচেই যে দল প্রথমে ব্যাটিং করেছে, তারা জয় পেয়েছে। কিন্তু এই পরিসংখ্যানের কথা মাথায় রেখেও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। অতীতে গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে তিনি আমেদাবাদের আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতি ভালোভাবেই জানেন। এখন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন হার্দিক। এই ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় দুই দল।

খেলছেন যুজবেন্দ্র চাহাল

শ্রেয়াস জানিয়েছেন, এদিন খেলছেন অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। পাঞ্জাব কিংসের প্রথম একাদশে আছেন- প্রিয়াংশ আর্য, জশ ইনগ্লিস (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ ওমরজাই, কাইল জেমিসন, বিজয়কুমার বিশাক, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। মুম্বই ইন্ডিয়ানসের প্রথম একাদশে আছেন- রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, রাজ বাওয়া, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা ও রিসি টপলি।

বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরি

ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর কোয়ালিফায়ার টু ও ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হলেও, তাতে কোনও লাভ হল না। টসের পর আমেদাবাদে হঠাৎ শুরু হল বৃষ্টি। ফলে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ম্যাচ কখন শুরু হবে বলা কঠিন। কলকাতাকে বঞ্চিত করে আমেদাবাদে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া যে ভালো হয়নি, তা হয়তো এখন বুঝতে পারছেন বিসিসিআই কর্তারা। বৃষ্টির জন্য যদি ওভার সংখ্যা কমানো হয় বা ম্যাচ ভেস্তে যায়, তাহলে বিসিসিআই-এর মুখ পুড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?