IPL 2025, RR vs CSK: জোফ্রা আর্চারের প্রত্যাবর্তন, চেন্নাইকে হারিয়ে প্রথম জয় রাজস্থানের

সংক্ষিপ্ত

IPL 2025, Rajasthan Royals vs Chennai Super Kings: রবিবার আইপিএল-এ দুর্দান্ত লড়াই উপহার দিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের দর্শকরা উপভোগ্য ম্যাচ দেখলেন।

IPL 2025 Rajasthan Royals vs Chennai Super Kings: পরপর দুই ম্যাচ হারের পর শেষপর্যন্ত এবারের আইপিএল-এ (IPL 2025) প্রথম জয় পেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। রবিবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) রানে হারিয়ে দিল রাজস্থান। জয়ের নায়ক নীতীশ রানা (Nitish Rana), অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag), জোফ্রা আর্চার (Jofra Archer) ও ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। চেন্নাইয়ের হয়ে লড়াই করলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কিন্তু সেই লড়াই যথেষ্ট ছিল না। অন্য ব্যাটারদের কাছ থেকে সাহায্য পেলেন না সিএসকে অধিনায়ক। ফলে তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হল না। লড়াই করেও তাঁর দল হার মানল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২০ রান। কিন্তু ওভারের প্রথম বলে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আউট হয়ে যাওয়ার পর আর জয় এল না। পরপর দুই ম্যাচ হেরে চাপে পড়ে গেল সিএসকে।

৬ রানে জয় রাজস্থানের

Latest Videos

রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রুতুরাজ। ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। নীতীশ ৩৬ বলে ৮১ রান করেন। পরাগ ২৮ বলে ৩৭ রান করেন। সিএসকে-র হয়ে ২ উইকেট করে নেন খলিল আহমেদ, নূর আহমেদ ও মাথিসা পাথিরানা। ৪ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাডেজা ২ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন। ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করল সিএসকে। ফলে ৬ রানে জয় পেল রাজস্থান। ৪৪ বলে ৬৩ রান করেন রুতুরাজ। ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন জাডেজা। ১১ বলে ১৬ রান করেন ধোনি।

আর্চারের অসাধারণ বোলিং

এবারের আইপিএল-এর শুরুটা ভালোভাবে করতে পারেননি আর্চার। তবে রবিবার অসাধারণ বোলিং করলেন এই পেসার। ৩ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ১৩ রান দিয়ে ১ উইকেট নেন আর্চার। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন হাসারঙ্গা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ছিঃ মমতা! হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেন!’ মমতাকে চরম ধিক্কার শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari |
বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ