Kolkata Knight Riders: প্রথম ম্যাচে হারের পর উদ্বিগ্ন কেকেআর? কী জানালেন বোলিং কোচ?

সংক্ষিপ্ত

RR vs KKR: এবারের আইপিএল-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচে হেরে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া কেকেআর।

Rajasthan Royals vs Kolkata Knight Riders: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তারকা রিয়ান পরাগের (Riyan Parag) ঘরের মাঠ গুয়াহাটি (Guwahati)। ফলে বুধবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে আইপিএল-এর (IPL 2025) ম্যাচে পুরো গ্যালারিই রাজস্থান রাজস্থান রয়্যালসের পক্ষে গলা ফাটাতে পারে। কিন্তু সে কথা মানতে নারাজ কেকেআর-এর বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। তাঁর দাবি, 'গুয়াহাটি আমাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড। কলকাতার সঙ্গে গুয়াহাটির ঘনিষ্ঠ যোগ আছে। দুই শহরের ভাষা, সংস্কৃতির মিল আছে। ফলে আমরা সমর্থন পাব বলে আশা করছি।' বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস-কেকেআর ম্যাচ। প্রথম ম্যাচে দুই দলই হেরে গিয়েছে। ফলে এদিন কেকেআর-এর মতোই জয় পেতে মরিয়া রাজস্থান।

রাজস্থানের বিরুদ্ধে জয় পাবে কেকেআর, আশাবাদী বোলিং কোচ

Latest Videos

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর-এর বোলিং কোচ বলেছেন, ‘আমরা গত ম্যাচে হার নিয়ে উদ্বিগ্ন নই। প্রথম ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক আছে। আমাদের কিছু শিক্ষাও নিতে হবে। সব দলই ভালো ব্যাটিং ও বোলিং করছে। তবে যে দল গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে, তারাই জয় পাচ্ছে।’

গুয়াহাটিতে খেলার সুবিধা পাবে কেকেআর?

বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হওয়ায় খুশি কেকেআর-এর বোলিং কোচ। তাঁর আশা, গুয়াহাটির পরিবেশ-পরিস্থিতি তাঁদের সাহায্য করবে। এ বিষয়ে অরুণ বলেছেন, 'উইকেট দেখে ভালো মনে হচ্ছে। পরিবেশ-পরিস্থিতি খুব সুন্দর। আউটফিল্ড সত্যিই খুব ভালো।' প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি কেকেআর-এর ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে তাঁর পাশে থাকছে দল। অরুণ বলেছেন, ‘খেলায় ব্যর্থতা আসতেই পারে। রাসের মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়ের মাথায় নিশ্চয়ই এটা থাকবে যে গত ম্যাচে ও ব্যর্থ হয়েছে। ও সব ম্যাচেই নিজেকে প্রমাণ করতে চাইবে।’ অরুণ আরও জানিয়েছেন, তাঁরা নির্দিষ্ট একজন খেলোয়াড়কে নিয়ে ভাবছেন না। দলের সবাইকে নিয়েই পরিকল্পনা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill