KKR vs RR: আজ যেন ফিরে আসার লড়াই কলকাতার (KKR) সামনে। সামনে রাজস্থান RR)।
KKR vs RR: চলতি আইপিএলে (IPL 2025) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার সন্ধ্যায়, গুয়াহাটিতে মুখোমুখি কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals)।
প্রসঙ্গত, আইপিএল-এর (IPL 2025 Schedule) উদ্বোধনী তথা নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে পরাজিত হয় কলকাতা (KKR)। সেই ম্যাচে দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) দুর্দান্ত পারফর্ম করলেও মিডল অর্ডার এবং বোলিং লাইন-আপ হতাশ করে ক্রিকেটপ্রেমীদের। তাই এই ম্যাচে নামার আগে ঐ বিষয়গুলির উপরে জোর দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা (KKR vs RR First Xi)।
অন্যদিকে, রাজস্থানও (RR) নিজেদের প্রথম ম্যাচে হেরে খেলতে নামছে। গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজিত হয়ে তারা। ফলে, প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে এই ম্যাচ জিতে অবশ্যই ফেরৎ আসতে চাইবেন সঞ্জু স্যামসনরাও (Sanju Samson)।
অর্থাৎ, দুটি দলের মধ্যে জয়ের খিদে থাকবে আকাশছোঁয়া। নিঃসন্দেহে বলা চলে, ভালো ক্রিকেট অপেক্ষা করে রয়েছে ভক্তদের জন্য (IPL 2025 Points Table)। এবার আসা যাক কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের কথায়, যারা পার্থক্য গড়ে দিতে পারেন গোটা ম্যাচে (IPL 2025 Live)।
রাজস্থানের ক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের দিকে অবশ্যই নজর থাকবে। যদিও তিনি প্রথম ম্যাচে বিশেষ কিছুই করে উঠতে পারেননি (KKR vs RR dream 11 prediction)। কিন্তু এই তারকা যখন তখন খেলায় ফিরে আসতে পারেন। এদিকে সঞ্জু স্যামসন তো রয়েছনই। সেইসঙ্গে, নীতিশ রানা, ধ্রুভ জুরেল, রিয়ান পরাগ এবং শিমরন হেটমেয়ারের দিকে চোখ রাখতেই হচ্ছে (IPL 2025 Fisxtures)।
গত ম্যাচে বোলিং-এ জোফ্রা আর্চার খুব একটা আশানুরূপ ফল না করতে পারলেও এদিনের ম্যাচে জ্বলে ওঠার সম্ভাবনা প্রবল। তাছাড়া থিকশানা এবং তুষার দেশপাণ্ডে তো রয়েছেনই। উল্লেখ্য, হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩টি উইকেটও পান তুষার। স্বাভাবিকভাবেই, কলকাতাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।
অপরদিকে, কলকাতার অন্যতম বড় ভরসা দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। এছাড়াও সুনীল নারিন এবং কুইন্টন ডি ককের দিকে নজর থাকবে সকলের (KKR vs RR venue)। বিশেষ করে ওপেন করবেন নারিন এবং ডি কক। যদিও নারিন গত ম্যাচে ভালো খেললেও ডি কক ব্যর্থ হন। কিন্তু যে কোনও মুহূর্তে তাণ্ডব চালাতে পারেন এই তারকা (KKR vs RR pitch report)।
তাছাড়া ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংও আছেন। কিন্তু তারা গত ম্যাচে অতটা ভালো খেলতে পারনেনি। বরং, অংকৃশ রঘুবংশী বেশ ভালো খেলেন। অন্যদিকে, বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং বৈভব আরোরার দিকে নজর রাখতেই হচ্ছে।
আর সঙ্গে নারিন তো আছেনই। তবে, গত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বোলিং বিভাগকে আরও শক্তিশালী হয়ে ওঠার পক্ষেই মত দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বড় রান পেতে গেলে রাসেলের মতো বিগ হিটারের খেলায় ফিরে আসা ভীষণ দরকার (KKR vs RR match prediction)।
কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ?
কলকাতা নাইট রাইডার্সঃ কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অংকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসার জনসন/এনরিক নর্টজে, বরুণ চক্রবর্তী।
রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতীশ রানা, ধ্রুভ জুরেল (উইকেটকিপার-ব্যাটার), শিমন হেটমেয়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা/মহেশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।