
IPL 2025 Rajasthan Royals vs Punjab Kings: রবিবারই কি চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত করে ফেলবে পাঞ্জাব কিংস? (Punjab Kings) সেই আশা উজ্জ্বল হয়ে উঠেছে। কারণ, ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২১৯ রান করল পাঞ্জাব। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়াম (Sawai Mansingh Stadium) মাতিয়ে দিলেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera), শশাঙ্ক সিং (Shashank Singh)। এই দুই ব্যাটারই অর্ধশতরান করলেন। কিছুটা লড়াই করলেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh), আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai)। রাজস্থানের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হলেও, পাঞ্জাবের বিরুদ্ধে ২২০ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন। বিশাল অঘটন ছাড়া এই ম্যাচে জয় পেতে চলেছে পাঞ্জাব।
এদিন পাঞ্জাবের সেরা ব্যাটার নেহাল। ৩৭ বলে ৭০ রান করেন এই তরুণ। তিনি পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ৩০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ২৫ বলে ৩০ রান করেন শ্রেয়াস। ১০ বলে ২১ রান করেন প্রভসিমরন। ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আজমাতুল্লাহ। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) করেন ৯ রান। এদিনই প্রথম ম্যাচ খেলতে নামা মিচেল ওয়েন (Mitchell Owen) ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান।
রাজস্থানের বোলারদের মধ্যে সফলতম তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। ৩ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন রিয়ান পরাগ (Riyan Parag)। ৪ ওভার বোলিং করে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। ৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন কেওয়ানা মাফাকা (Kwena Maphaka)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।