Virat Kohli: কয়েকদিন আগেই ব্যঙ্গ করেছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ, সেখানেই খেলবেন বিরাট কোহলি?

Published : May 18, 2025, 04:31 PM ISTUpdated : May 18, 2025, 04:39 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

Cricket Legend Virat Kohli: টি-২০ ফর্ম্যাট (T20) থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকেও সরে গিয়েছেন বিরাট কোহলি। এখন তিনি শুধু ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে খেলবেন।

Virat Kohli to play for Middlesex: যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County championship) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্টে তাঁকে ব্যঙ্গ করা হয়েছিল, সেখানেই কি এবার খেলবেন বিরাট কোহলি? (Virat Kohli) এ বিষয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ, কাউন্টি ক্রিকেটের (County Cricket) বিখ্যাত দল মিডলসেক্স (Middlesex) এই কিংবদন্তিকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। ফলে আইপিএল (IPL 2025) শেষ হওয়ার পর তাঁর ব্যস্ততা কম থাকবে। এবার যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, ভারতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলবেন বিরাট। তিনি বছরের বেশিরভাগ সময় সপরিবারে লন্ডনে কাটাতে পারেন। এই কারণেই তাঁকে দলে নিতে চাইছে মিডলসেক্স। তবে বিরাট এই প্রস্তাবে সাড়া দেবেন কি না এখনও স্পষ্ট নয়।

বিরাটের সঙ্গে কথা বলতে চান মিডলসেক্সের কর্তারা

মিডলসেক্সের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যালান কোলম্যান ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা বিরাটকে দলে নিতে চান। বিরাটকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে ব্যাখ্যা করেছেন কোলম্যান। তিনি জানিয়েছেন, তাঁদের দলে যোগ দেওয়ার বিষয়ে বিরাটের সঙ্গে কথা বলতে চান।

কেন উইলিয়ামসের সঙ্গে একই দলে খেলবেন বিরাট?

নিউজিল্যান্ডের কিংবদন্তি কেন উইলিয়ামসন (Kane Williamson) বিরাটের বন্ধু। এবার তাঁদের একই দলে খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিরাট ও উইলিয়ামসন একসঙ্গে খেললে মিডলসেক্সের মিডল অর্ডার অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে। ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন (Anderson) এখনও ল্যাঙ্কাশায়ারের (Lancashire) হয়ে খেলছেন। ফলে ফের তাঁর সঙ্গে বিরাটের লড়াই দেখা যেতে পারে। বিসিসিআই-এর (BCCI) সঙ্গে চুক্তি থাকায় বিরাটের পক্ষে মিডলসেক্সের হয়ে টি-২০ ব্লাস্ট (T20 Blast) ও দ্য হান্ড্রেডে (The Hundred) খেলা সম্ভব হবে না। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা মেট্রো ব্যাঙ্ক কাপে (Metro Bank Cup) খেলতে বাধা নেই। এই কারণেই মিডলসেক্সের কর্তারা বিরাটকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?