সংক্ষিপ্ত
রবিবার চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের পক্ষে একাধিক ইতিবাচক দিক দেখা গেল। প্রথম জয় এল, দলের প্রধান ক্রিকেটাররা ফর্মে ফিরলেন। এবার এগিয়ে যাওয়াই হার্দিক পান্ডিয়াদের লক্ষ্য।
দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে আইপিএল-এ ১৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন জসপ্রীত বুমরা। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। দিল্লির ইনিংসের ১৬-তম ওভারে অভিষেক পোড়েলকে আউট করে নজির গড়েন বুমরা। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএল-এ ১৫০ উইকেট নেওয়ার নজির গড়েন ভুবনেশ্বর কুমার। এবার তাঁর সঙ্গী হলেন বুমরা। আইপিএল-এ কোনও একটি দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে এই পেসার। তিনি মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেই ১৫০ উইকেট নিয়েছেন। আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে ১৪৭ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে ১৩৯ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলে ১২৭ উইকেট নেন হররভজন সিং। চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত ১২৬ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা।
মালিঙ্গা-নারিনের নজির স্পর্শ বুমরার
আইপিএল-এ কোনও একটি দলের হয়ে খেলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার লসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার এই প্রাক্তন পেসার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলে ১৭০ উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে এখনও পর্যন্ত ১৬৬ উইকেট নিয়েছেন সুনীল নারিন। এই তালিকায় তৃতীয় স্থানে বুমরা।
১১ বছর ধরে মুম্বইয়ের হয়ে খেলছেন বুমরা
২০১৩ সালের আইপিএল-এ আনক্যাপড প্লেয়ার হিসেবে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দেন বুমরা। তারপর থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলে চলেছেন তিনি। ২০১৬ সালের আইপিএল থেকে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন এই পেসার। গত কয়েক মরসুমে তিনি মুম্বই ইন্ডিয়ানসের প্রধান ভরসা হয়ে উঠেছেন। এবারের আইপিএল-এর শুরুতে বুমরাকে ঠিকমতো ব্যবহার করতে পারছিলেন না হার্দিক পান্ডিয়া। তবে এবার ছন্দ ফিরে পেয়েছেন বুমরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: রোমারিও শেফার্ডের বিস্ফোরক ব্যাটিং, প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের
IPL 2024: বিরাটের পাল্টা সঞ্জু-বাটলারের বিস্ফোরক ইনিংস, আরসিবি-র বিরুদ্ধে সহজ জয় রাজস্থানের
Virat Kohli: অষ্টম শতরান, ৭,৫০০ রান, আইপিএল-এ নতুন নজির বিরাট কোহলির