IPL 2025 revenue earnings: আইপিএল আয়োজন করে কত টাকা ঘরে তুলল বিসিসিআই?

Published : Jun 08, 2025, 04:40 PM ISTUpdated : Jun 08, 2025, 05:24 PM IST
IPL Trophy (Photo: X/@IPL)

সংক্ষিপ্ত

IPL 2025 revenue earnings: এবারের মতো আইপিএল শেষ হয়ে গেছে। প্রায় ১৮ বছরের অপেক্ষার অবসান।

IPL 2025 revenue earnings: ১৮ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আর সেই আইপিএল থেকেই কত টাকা আয় করল ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই? এবার সেই সংক্রান্ত রিপোর্ট সামনে এল। 

প্রসঙ্গত, আইপিএল-এর সৌজন্যে প্রায় প্রত্যেক বছরই লাফিয়ে লাফিয়ে আয় বাড়ছে বিসিসিআই-এর। গত ২০২৩ অর্থবর্ষে, বিসিসিআই-এর আয় হয়েছিল মোট ১৬,৪৯৩ কোটি টাকা। ঠিক তারপরের বছর, অর্থাৎ ২০২৪ সালে সেই আয় গিয়ে পৌঁছয় ২০,৬৮৬ কোটি টাকাতে। 

তাহলে এবার কত? জানা যাচ্ছে, সদ্য সমাপ্ত বিশ্বের অন্যতম সেরা এই মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট থেকে বোর্ডের রোজগার হয়েছে মোট ২২,৫৬৩ কোটি টাকা। কার্যত, রেকর্ড পরিমাণ আয় বলা চলে।

সূত্রের খবর, মাঝের একটা সপ্তাহ আইপিএল বন্ধ না হলে, এই পরিমাণ আরও বাড়ত। আইপিএল থেকে আয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে সম্প্রচার স্বত্ব। এখন আবার টিভি এবং ডিজিটাল রাইটস আলাদা আলাদা করে বিক্রি করা হয়। সেখান থেকে বিসিসিআই পুরো আইপিএল জুড়ে আয় করেছে মোট ৯৬৭৮ কোটি টাকা। 

অর্থাৎ, ম্যাচপিছু রোজগার করেছে ১৩০ কোটি ৭০ লক্ষ টাকা। তার মধ্যে আবার টিভি সম্প্রচারের স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের হাতে। অন্যদিকে, ডিজিটাল মাধ্যমে সম্প্রচার স্বত্ব ভায়াকম১৮ তথা জিও হটস্টারের কাছে।

এদিকে আইপিএল-এর টাইটেল স্পনসর হল টাটা গ্রুপ। তাদের সঙ্গে গত ২০২৪ সাল থেকে পাঁচ বছরের জন্য চুক্তি রয়েছে। সেখানে প্রায় ২৫০০ টাকার চুক্তি হয়েছে। অর্থাৎ, প্রতিবছর ৫০০ কোটি টাকা করে আয় হচ্ছে বোর্ডের। এছাড়া অন্যান্য আরও অ্যাসোসিয়েট স্পনসররা তো আছেই।

 

 

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ থেকে শুরু করে স্ট্র্যাটেজিক টাইম আউট সহ প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা স্পনসর রয়েছে। ফলে, তাদের থেকে বড় অঙ্কের অর্থ রোজগার হয় বিসিসিআই-এর। তাছাড়া রিপোর্ট অনুযায়ী, সদ্য শেষ হওয়া আইপিএলে বিজ্ঞাপনের সংখ্যাও ২৭% বৃদ্ধি পেয়েছে।

সেইসঙ্গে, আবার টিকিট বিক্রি কিংবা ফ্রাঞ্চাইজিদের নিজস্ব আয় থেকেও ২০% টাকা পায় বোর্ড। এরপর প্রতিটি দলের লাইসেন্স রেভিনিউ বাবদ ১২.৫% আসে বোর্ডের পকেটে। সবমিলিয়ে, এবার বিসিসিআই-এর রোজগার মোট ২২,৫৬৩ কোটি টাকা। 

তবে চুক্তি অনুযায়ী প্রতিটি দলকে আবার ৪২৫ কোটি টাকা করে দিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে, তারপরও বোর্ডের কাছে থাকছে প্রায় ১৮,৩১৩ কোটি টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা