তখন এক ভক্ত মাঠে ঢুকে রিয়ান পরাগের পায়ে পড়ে প্রণাম করেন। খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। মাঠের কর্মীরা তাকে বের করে দেন।
এখন খবর রটেছে, রিয়ান পরাগ নাকি ওই ভক্তকে টাকা দিয়ে পায়ে পড়তে বলেছিলেন। শোনা যাচ্ছে, মাঠে এসে রিয়ান পরাগের পায়ে পড়া যুবককে নাকি ১০,০০০ টাকা দেওয়া হয়েছে। অনেকে এমন কথা বলছেন। আগের শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা ও ব্যাঙ্গালুরুর ম্যাচেও একই ঘটনা ঘটেছিল।