- Home
- Sports
- Cricket
- IIT Baba's Prediction for IPL 2025: আবার আসরে সেই IIT বাবা! বলে দিলেন আইপিএল জিতবে কে?
IIT Baba's Prediction for IPL 2025: আবার আসরে সেই IIT বাবা! বলে দিলেন আইপিএল জিতবে কে?
IIT Baba's Prediction for IPL 2025: কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার আইপিএল (IPL 2025) শুরু হতেই ফের আসরে নেমে পড়লেন সেই ‘আইআইটি বাবা’।

IIT Baba's Prediction for IPL 2025
চলতি বছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার সময় থেকেই শিরোনামে আসেন অভয় সিং তথা বহুচর্চিত সেই ‘IIT বাবা’।
তাঁকে নিয়ে আলোচনা বিস্তর
জানা যায়, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছিলেন তিনি (IIT BABA)।
কিন্তু সেই সুখের জীবন তাঁর ভালো লাগেনি
তাই চাকরি ছেড়ে আধ্যাত্মিকতার দিকেই পা বাড়ান অভয় সিং।
আর তারপর থেকেই তাঁর জনপ্রিয়তা শুরু
‘আইআইটি বাবা’ নামে বিখ্যাত হয়ে যান তিনি।
তবে ক্রিকেটের প্রতিও তাঁর বিশাল আগ্রহ
তা টের পাওয়া গেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়তেই (IIT Baba)।
তবে তিনি সেই সিময় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন
তিনি বলেছিলেন ভারত নাকি পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হবে। কিন্তু ভারত জিততেই সুর বদল করেন তিনি। বলেন তিনি নাকি মনে মনে জানতেন কোহলিরাই জিতবেন (IIT Baba Abhay Singh)। এমনকি, গত বছর ভারতকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতিয়েছেন বলেও দাবি করেন ‘IIT বাবা’।
আর এবার আইপিএল শুরু হতেই আসরে নেমে পড়েছেন তিনি (IIT Baba Mahakumbh)
যদিও সবেমাত্র কয়েকটি ম্যাচ হয়েছে মেগা এই টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় (IIT Baba Instagram)।
খেলা চলছে প্রথম লেগের (IPL 2025)
সবে দলগুলি একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হওয়া শুরু করেছে।
কিন্তু তারই মাঝে আইআইটি বাবার মন্তব্য
তিনি বলে দিলেন, কোন দল IPL 2025 জিতবে (IPL 2025 News)।
'IIT বাবা'-র মতে, আগামী ২৫মে ফাইনালে মুখোমুখি হবে CSK বনাম RCB (IPL 2025 Schedule)
অর্থাৎ, চলতি আইপিএল-এর মেগা ফাইনালে ইডেনে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)।
'আইআইটি বাবা'-র মতে সেই ফাইনালে কিন্তু চেন্নাই জিতবে না
তাঁর মতে, এবারের আইপিএল জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ, আবারও ‘IIT বাবা’ তাঁর মত পোষণ করলেন। জানালেন তিনি জানেন যে, কে এবারের আইপিএল জিতবে। বাকিটা উত্তর দেবে সময় (IPL 2025 points table)।

