Virat Kohli: পুমার সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তির মেয়াদ শেষ, এবার কোন পথ বিরাট কোহলি?

Published : Apr 11, 2025, 03:06 PM ISTUpdated : Apr 11, 2025, 03:32 PM IST
Virat Kohli. (Photo: IPL)

সংক্ষিপ্ত

Virat Kohli: ভারতীয় দল (Team India) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলির (Virat Kohli) ব্র্যান্ড ভ্যালু এখনও অনেকের চেয়েই বেশি। নতুন চুক্তি তারই প্রমাণ দিচ্ছে।

Virat Kohli PUMA Agilitas: আট বছর পর বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার (PUMA) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) চুক্তি শেষ হল। এই সংস্থার সঙ্গে বিরাটের ১১০ কোটি টাকার চুক্তি ছিল। সেই চুক্তি শেষ হওয়ার পর বিরাট এবার অন্য এক সংস্থার সঙ্গে চুক্তি করছেন। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাজিলিটাসের (Agilitas) সঙ্গে বিরাটের চুক্তি হতে চলেছে। ২০২৩ সালে এই সংস্থা গড়ে তোলেন পুমার ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায়। এই সংস্থা ভারতের পাশাপাশি আরও অনেক দেশেই ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে। গত বছর অ্যাজিলিটাস ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় বিখ্যাত ইটালিয়ান স্পোর্টস ব্র্যান্ড লোটোর দীর্ঘমেয়াদী লাইসেন্স রাইটস পেয়েছে। অল্পদিনের মধ্যেই বহুজাতিক সংস্থা হয়ে উঠেছে অ্যাজিলিটাস। এই কারণেই এবার এই সংস্থার সঙ্গে চুক্তি করতে চলেছেন বিরাট। তিনি বিনিয়োগের বিষয়ে আলোচনা করছেন। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। আইপিএল ২০২৫ (IPL 2025) চলাকালীনই বিশ্বব্যাপী ক্রীড়া সরঞ্জামের ক্ষেত্রে পরিচিতি গড়ে তুলতে চাইছেন বিরাট।

বিরাটকে শুভেচ্ছা পুমার

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পুমার পক্ষ থেকে বিরাটকে শুভেচ্ছা জানানো হয়েছে। দীর্ঘদিন এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন বিরাট। তিনি ভারতে পুমার বাণিজ্যিক উন্নতিতে সাহায্য করেছেন। এই কারণে বিরাটকে ধন্যবাদ জানিয়েছে পুমা। এই সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতের জন্য বিরাটকে শুভেচ্ছাও জাননো হয়েছে। এই তারকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও, ভারতে ব্যবসা চালিয়ে যাবে পুমা। এবার অন্য কোনও ক্রীড়াবিদকে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দেখা যাবে।

অধরা আইপিএল খেতাবের লক্ষ্যে বিরাট

আইপিএল-এর প্রথম মরসুম থেকে খেললেও, এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাট। কেরিয়ার শেষ করার আগে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) অন্তত একবার আইপিএল চ্যাম্পিয়ন করতে চান বিরাট। তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে