RCB vs DC: টানা ৪ ম্যাচে জয়, আইপিএল ২০২৫-এ ছুটছে দিল্লি ক্যাপিটালসের অশ্বমেধের ঘোড়া

Published : Apr 10, 2025, 11:17 PM ISTUpdated : Apr 10, 2025, 11:47 PM IST
KL Rahul and  Kevin Pietersen (Photo: iplt20.com)

সংক্ষিপ্ত

IPL 2025 RCB vs DC: আইপিএল-এর (IPL 2025) প্রথম মরসুম থেকেই অনেক লো-স্কোরিং ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গিয়েছে। বৃহস্পতিবার আরসিবি-দিল্লি ম্যাচেও সেরকমই লড়াই দেখা গেল।

IPL 2025 Royal Challengers Bengaluru vs Delhi Capitals: চারে চার। চলতি আইপিএল-এ (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নিখুঁত পারফরম্যান্স অব্যাহত। একমাত্র দল হিসেবে এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে দিল্লি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি। তবে কে এল রাহুল (KL Rahul) ও ট্রিস্টান স্টাবসের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে সহজ জয় পেল দিল্লি। এই জয়ের ফলে চার ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকল দিল্লি। শীর্ষে থাকা গুজরাট টাইটানসও চার ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে শুবমান গিলের (Shubman Gill) দল। অন্যদিকে, এদিন হারের ফলে পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে আরসিবি।

দিল্লির জয়ের নায়ক রাহুল

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগে। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৬৩ রান করে আরসিবি। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। ওপেনার ফিল সল্ট (Phil Salt) ১৭ বলে ৩৭ রান করে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড (Tim David)। ১৪ বলে ২২ রান করেন বিরাট। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) করেন ২৫ রান। ক্রুণাল পান্ডিয়া করেন ১৮ রান। দিল্লির হয়ে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)। এরপর রান তাড়া করতে নেমে ৩০ রান দিয়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, রাহুল ও স্টাবসের অসাধারণ ইনিংসের সুবাদে ৬ উইকেটে জয় পেল দিল্লি।

অল্পের জন্য শতরান হারালেন রাহুল

৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন রাহুল। তিনি সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন স্টাবস। অক্ষর করেন ১৫ রান। আরসিবি-র হয়ে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?