RCB vs GT: সিরাজের পর সুদর্শনের দাপট, ঘরের মাঠে প্রথম হার আরসিবি-র

সংক্ষিপ্ত

IPL 2025, RCB vs GT: আইপিএল-এ (IPL 2025) ওঠা-পড়া চলতেই থাকে। বুধবার দিনটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ছিল না। ঘরের মাঠে হেরে গেলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।

IPL 2025, Royal Challengers Bengaluru vs Gujarat Titans: ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়। চলতি আইপিএল-এ (IPL 2025) প্রথম দুই ম্যাচ জেতার পর বুধবার তৃতীয় ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) কাছে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। সহজেই ৮ উইকেটে জয় পেল গুজরাট। লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), জিতেশ শর্মা (Jitesh Sharma) ও টিম ডেভিড (Tim David) ছাড়া আরসিবি-র কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেল গুজরাট। পুরনো দলের বিরুদ্ধে অসাধারণ বোলিং করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ফের ভালো পারফরম্যান্স দেখালেন সাই কিশোর (Sai Kishore)। ফের ভালো পারফরম্যান্স দেখালেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। গুজরাটের ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখালেন সাই সুদর্শন (Sai Sudharsan), জস বাটলার (Jos Buttler)। দলগত পারফরম্যান্সের মাধ্যমেই জয় পেল গুজরাট।

ব্যাটিং বিপর্যয়েই হার আরসিবি-র

Latest Videos

বুধবার ৪২ রানের মধ্যে বিরাট কোহলি (Virat Kohli), দেবদত্ত পাড়িক্কল, ফিল সল্ট (Phil Salt) ও রজত পতিদারের (Rajat Patidar) উইকেট হারায় আরসিবি। এরপর লড়াই করেন লিভিংস্টোন (৪০ বলে ৫৪), জিতেশ (২১ বলে ৩৩) ও ডেভিড (১৮ বলে ৩৩)। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সিরাজ। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন কিশোর। ১ উইকেট নেন আর্শাদ খান, কৃষ্ণ ও ইশান্ত শর্মা। ৮ উইকেটে ১৬৯ রান করে আরসিবি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচে জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। সেটা হলও না।

দলগত পারফরম্যান্সে জয় গুজরাটের

১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল গুজরাট। ৩৬ বলে ৪৯ রান করেন সুদর্শন। ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন বাটলার। ১৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford)। আরসিবি-র হয়ে ১ উইকেট করে নেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও জশ হ্যাজেলউড (Josh Hazlewood)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর