
IPL 2025 Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: আইপিএল-এর (IPL 2025) শেষপর্বে ফর্মে ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)। দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই টুর্নামেন্ট থেকে আর কিছু পাওয়ার নেই। এই পরিস্থিতিতে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন ঈশান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৮ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি এবং ৫টি ওভার-বাউন্ডারি। ঈশানের এই অসাধারণ ইনিংসের সুবাদে ৬ উইকেটে ২৩১ রান করল সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবি-র পক্ষে ২৩২ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন। ফলে হয়তো সান্ত্বনা জয় পেতে চলেছেন ঈশানরা।
গুজরাট টাইটানসকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পেতে হলে এই ম্যাচ জিততেই হবে আরসিবি-কে। এই পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। তাঁর দলের বোলাররা এই সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি। শুরু থেকেই দ্রুত রান করতে থাকেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনাররা। ১৭ বলে ৩৪ রান করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। অপর ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ১০ বলে ১৭ রান করেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ১৩ বলে ২৪ রান করেন। ৯ বলে ২৬ রান করেন অনিকেত ভার্মা (Aniket Verma)। নীতীশ রেড্ডি (Nitish Reddy) অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি মাত্র ৪ রান করেন। অভিনব মনোহর (Abhinav Manohar) করেন ১২ রান। ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।
আরসিবি-র বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখালেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। দক্ষিণ আফ্রিকার এই পেসার ৪ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। ৩ ওভার বোলিং করে ৩৬ রান দেন যশ দয়াল (Yash Dayal)। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৩ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন সূযশ শর্মা (Suyash Sharma)। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)। ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড (Romario Shepherd)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।