GT vs DC Live Updates: আইপিএল-এর সুপার সানডে। রবিবার দ্বিতীয় ম্যাচে, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Gujarat Titans vs Delhi Capitals)।
প্রসঙ্গত, নিজেদের গত ম্যাচে বড় জয় পেয়েছে গুজরাত। ফলে, এদিনের ম্যাচে অবশ্যই সাই সুদর্শন, জস বাটলার, অধিনায়ক শুভমান গিল, শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সিরাজ, রশিদ খান এবং সাই কিশোরের দিকে চোখ রাখতেই হচ্ছে (gt vs dc)।
অপরদিকে দিল্লী আবার নিজেদের শেষ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে। কারণ, সেটি বৃষ্টির জন্য ভেস্তে গেছিল। আর তার আগের ম্যাচটিতে তারা পরাজিত হয়। তবে এদিন আবার দিল্লীর ঘরের মাঠে খেলা। তাই অবশ্যই ফ্যাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল এবং ট্রিস্টান স্টাবসের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের (GT vs DC 2025)।
গুজরাত টাইটান্সঃ শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাডা, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
ইমপ্যাক্ট সাবঃ সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, মহীপাল লোমরর, অনুজ রাওয়াত, দাসুন শানাকা
দিল্লী ক্যাপিটালসঃ ফ্যাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল, সমীর রিজভি, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, কুলদীপ যাদব, টি নটরাজন, মুস্তাফিজুর রহমান
ইমপ্যাক্ট সাবঃ ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, করুণ নায়ার, সেদিকুল্লাহ অটল, দুশমান্থা চামিরা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।