SRH vs DC: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়, হারের মুখে দিল্লি ক্যাপিটালস

Published : May 05, 2025, 09:26 PM ISTUpdated : May 05, 2025, 10:22 PM IST
Sunrisers Hyderabad

সংক্ষিপ্ত

IPL 2025 SRH vs DC: এবারের আইপিএল-এর শুরুতে সবচেয়ে ধারাবাহিক দল ছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু অক্ষর প্যাটেলরা (Axar Patel) সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

IPL 2025 Sunrisers Hyderabad vs Delhi Capitals: পচা শামুকে পা কাটা বোধহয় একেই বলে। যে ম্যাচ থেকে নিশ্চিত দুই পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের দৌড়ে টিকে থাকার আশায় ছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), সেই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রান করল দিল্লি। একসময় মনে হচ্ছিল ১০০ রানও হবে না। ২৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। তারপর ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও আশুতোষ শর্মার (Ashutosh Sharma) অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে কিছুটা সম্মানজনক স্কোর করতে পারল দিল্লি। তবে এই রানে জয় পাওয়া অত্যন্ত কঠিন। কারণ, সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। অভিষেক শর্মাদের (Abhishek Sharma) পক্ষে এই টার্গেট তাড়া করা কঠিন নয়।

তারকা ব্যাটাররা ব্যর্থ

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্যে ছিলেন করুণ নায়ার (Karun Nair)। কিন্তু একটি ইনিংসে ভালো পারফরম্যান্স  দেখানোর পর থেকেই তিনি ব্যর্থ হয়ে চলেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান এই অভিজ্ঞ ব্যাটার। দিল্লির অপর ওপেনার ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ৮ বল খেলে ৩ রান করেন। অভিষেক পোড়েল (Abishek Porel) ১০ বল খেলে ৮ রান করেন। কে এল রাহুল (KL Rahul) ১৪ বল খেলে ১০ রান করেন। অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ৭ বল খেলে ৬ রান করেন। বিপ্রজ নিগম (Vipraj Nigam) কিছুটা লড়াই করেন। তিনি ১৭ বল খেলে ১৮ রান করেন। স্টাবস ৩৬ বল খেলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪১ রান করেন আশুতোষ। তিনি জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ১ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

প্যাট কামিন্সের ৩ উইকেট

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। সবচেয়ে কম রান দেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তিনি ৪ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন এশান মালিঙ্গা (Eshan Malinga)। ৩ ওভার বোলিং করে ৩০ রান দেন জিশান আনসারি (Zeeshan Ansari)। ১ ওভার বোলিং করে ৫ রান দেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।

ভালো বোলিং করে তৃপ্ত উনাদকাট

দিল্লির ইনিংস শেষ হওয়ার পর উনাদকাট বলেছেন, 'আমরা বোলিংয়ের শুরুটা ভালোভাবে করি। তারপর উইকেটও পেয়ে যাই। উইকেটে পেয়ে গেলে সবসময় বিপক্ষ দলের রান আটকানো সহজ হয়ে যায়। আমাদের পরিকল্পনা খুব সহজ ছিল। পিচে ঠিক জায়গায় বলে রেখে যাওয়াই লক্ষ্য ছিল। আমরা বলের গতির হেরফের করেছি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পাওয়া জরুরি ছিল। খেলা যত গড়াতে থাকে, পিচ ততই ভালো হতে থাকে। ম্যাচের শুরুতে উইকেটে পড়ে বল থমকে যাচ্ছিল। তবে পরে উইকেট ভালো হয়ে যায়। আমাদের এই টার্গেট তাড়া করে জয় পাওয়া উচিত।' রাহুলের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট বোলিং করেন উনাদকাট। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি বলব না এক্ষেত্রে ওর দুর্বলতা আছে। একজন বোলার হিসেবে কিছু অস্ত্র তৈরি রাখতে হয়। এমনই এক অস্ত্র হল দিক বদল করা। আমি অতীতে কে এল-এর বিরুদ্ধে বোলিং করেছি। ওভার দ্য উইকেটের পাশাপাশি রাউন্ড দ্য উইকেট বোলিংও করেছি। আমার মনে হয়েছে, ওর বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট বোলিং করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম