SRH vs KKR: হেইনরিক ক্লাসেনের অপরাজিত শতরান, হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর-এর টার্গেট ২৭৯

Published : May 25, 2025, 09:28 PM ISTUpdated : May 25, 2025, 10:10 PM IST
 Abhinav Manohar and Heinrich Klaasen (Photo: IPL)

সংক্ষিপ্ত

IPL 2025 SRH vs KKR: বিশাল অঘটন ছাড়া হার দিয়েই এবারের আইপিএল অভিযান শেষ করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে কেকেআর।

IPL 2025 Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: ৩ উইকেটে ২৭৮। হ্যাঁ, ঠিকই পড়ছেন। লেখার ভুল নয়। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারের শেষে এটাই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) স্কোর। যা আইপিএল-এ ইতিহাসে তৃতীয় সর্বাধিক স্কোর। হেইনরিক ক্লাসেনের (Heinrich Klaasen) অপরাজিত শতরানের সুবাদে বিশাল স্কোর করতে সক্ষম হল হায়দরাবাদ। ৩৯ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। তিনি ৭টি বাউন্ডারি এবং ৯টি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ৪০ বলে ৭৬ রান করেন। তিনি ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৬ বলে ৩২ রান করেন। তিনি ৪টি বাউন্ডারি এবং জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ঈশান কিষান (Ishan Kishan) ২০ বলে ২৯ রান করেন। ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন অনিকেত ভার্মা (Aniket Verma)।

বরুণ চক্রবর্তীদের বেহাল দশা

এদিন কলকাতা নাইট রাইডার্সের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ দশা বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy)। এই স্পিনার ৩ ওভার বোলিং করে ৫৪ রান দেন। ৪ ওভার বোলিং করে ৬০ রান দেন অ্যানরিখ নর্খিয়ে (Anrich Nortje)। ৩ ওভার বোলিং করে ৪০ রান দেন হর্ষিত রানা (Harshit Rana)। ২ ওভার বোলিং করে ৩৪ রান দেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন সুনীল নারিন (Sunil Narine)। ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন বৈভব অরোরা (Vaibhav Arora)।

শেষ ম্যাচে জ্বলে উঠলেন ক্লাসেন

অসাধারণ ইনিংস খেলার পর ক্লাসেন বলেছেন, ‘আমি খুব খুশি। এটা আমাদের কাছে দীর্ঘ হতাশাজনক মরসুম। সৌভাগ্যবশত আমি নিজের খেলার ধারায় বদল করিনি। এখন ফর্ম ফিরে পেয়েছি। এরকম ক্রিকেট খেলার জন্যই ফ্র্যাঞ্চাইজি অনেক সময় ও অর্থ ব্যয় করেছ। আমাদের জ্বলে ওঠা দরকার ছিল।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?