SRH vs LSG: নিকোলাস পুরাণের মহাকাব্যিক ইনিংস, ঘরের মাঠে হায়দরাবাদের 'সানসেট'

সংক্ষিপ্ত

Nicholas Pooran: আইপিএল-এর প্রথম মরসুম থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তাঁরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তেমনই একজন ক্রিকেটার নিকোলাস পুরাণ।

IPL 2025, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants: নিকোলাস পুরাণ (Nicholas Pooran) ও মিচেল মার্শের (Mitchell Marsh) কাছে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এবারের আইপিএল-এ (IPL 2025) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে জয় পাওয়ার পর বৃহস্পতিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধেও জয়ের আশায় ছিল হায়দরাবাদ। কিন্তু নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৯০ রান করার পরেও হেরে গেল হায়দরাবাদ। ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলাররা একেবারেই ফর্মে ছিলেন না। এই কারণেই পুরাণ ও মার্শের আক্রমণের পাল্টা জবাব দিতে পারল না হায়দরাবাদ। সহজ জয় পেল লখনউ।

লখনউয়ের মহাকাব্যিক প্রত্যাবর্তন

Latest Videos

টি-২০ ফর্ম্যাটে ১৯১ রানের টার্গেট মোটেই কম নয়। তার উপর ইনিংসের নবম বলেই ওপেনার এইডেন মার্করামের (১) উইকেট হারায় লখনউ। তবে এরপর ইনিংসের হাল ধরেন অপর ওপেনার মার্শ ও তিন নম্বরে ব্যাটিং করতে নামা পুরাণ। ৩১ বলে ৫২ রান করেন মার্শ। তিনি ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ২৬ বলে ৭০ রান করেন পুরাণ। তাঁর ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। মার্শ ও পুরাণের জুটিতে যোগ হয় ১১৬ রান। এই জুটিই লখনউয়ের জয় নিশ্চিত করে দেয়। ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লখনউ।

বড় ইনিংস খেলতে পারলেন না হেডরা

এদিন হায়দরাবাদের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। ২৮ বলে ৪৭ রান করেন ট্রেভিস হেড। ২৮ বলে ৩২ রান করেন নীতীশ কুমার রেড্ডি। ১৭ বলে ২৬ রান করেন হেইনরিক ক্লাসেন। ১৩ বলে ৩৬ রান করেন অনিকেত ভার্মা। ৪ বলে ১৮ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। হায়দরাবাদের ইনিংসের তৃতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলে অভিষেক শর্মা (০) ও ঈশান কিষানের (০) উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
Canning News: পাওনাদারদের গালিগালাজ, হাতে নেই চাকরি! মানসিক চাপে চরম পদক্ষেপ শিক্ষিকার