
IPL 2025 Sunrisers Hyderabad vs Mumbai Indians: ৩৫ রানে ৫ উইকেট। আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ডের হাতছানি। এই অবস্থায় রুখে দাঁড়ালেন হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ও অভিনব মনোহর (Abhinav Manohar)। এই জুটিতে যোগ হল ৯৯ রান। ফলে লজ্জা এড়াতে পারল হায়দরাবাদ। যদিও বড় স্কোর হল না। নির্ধারিত ২০ ওভারের শেষে হাদরবাদের স্কোর ৮ উইকেটে ১৪৩। মুম্বই ইন্ডিয়ানসের পক্ষে এই রান তুলে জয় পাওয়া কঠিন হবে না বলেই মনে করছেন সমর্থকরা। এই ম্যাচে জয় পেলে ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকবে মুম্বই। অন্যদিকে, এই ম্যাচেও হেরে গেলে ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্টেই আটকে থাকবে হায়দরাবাদ। ফলে প্লে-অফের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।
ক্লাসেন-মনোহরের লড়াই
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুরু থেকেই উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ৮ বল খেলে ৮ রান করেন। ফের ব্যর্থ ঈশান কিষান (Ishan Kishan)। তিনি ৪ বল খেলে ১ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ৬ বল খেলে ২ রান করেন। অনিকেত ভার্মা (Aniket Verma) ১৪ বল খেলে ১২ রান করেন। ক্লাসেন ৪৪ বল খেলে ৭১ রান করেন। মনোহর ৩৭ বল খেলে ৪৩ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ২ বল খেলে ১ রান করেন। ১ রান করে অপরাজিত থাকেন হর্ষল প্যাটেল (Harshal Patel)।
ট্রেন্ট বোল্টের অসাধারণ বোলিং
মুম্বইয়ের হয়ে ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ২ উইকেট নেন দীপক চাহার (Deepak Chahar)। ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৩ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।