SRH vs PBKS: উপ্পলে পাঞ্জাব কিংসের ব্যাটিং ঝড়, ফের হারের মুখে সানরাইজার্স হায়দরাবাদ

Published : Apr 12, 2025, 09:26 PM ISTUpdated : Apr 12, 2025, 09:53 PM IST
RR vs PBKS 65th Match

সংক্ষিপ্ত

IPL 2025 SRH vs PBKS: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্যাট কামিিন্সের (Pat Cummins) দলের করুণ দশা ফের প্রকট করে দিল পাঞ্জাব কিংস (Punjab Kings)।

IPL 2025 Sunrisers Hyderabad vs Punjab Kings: ৬ উইকেটে ২৪৫। হ্যাঁ, এটাই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। একসময় মনে হচ্ছিল ৩০০ রানের কাছাকাছি স্কোর পৌঁছে যেতে পারে। সেটা না হলেও, শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer) যে রান করলেন, তাতে জয় কার্যত নিশ্চিত। চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ২৪৬ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া কঠিন। ফলে আরও একটি ম্যাচে জয় পেতে চলেছে পাঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদ দলে একাধিক তারকা বোলার ও ব্যাটার আছেন। কিন্তু কোনও কারণে দলগত পারফরম্যান্স দেখা যাচ্ছে না। এর ফলে অনেক পিছিয়ে পড়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

শ্রেয়াসদের ঝোড়ো ব্যাটিং

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস। তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ফের বিস্ফোরক ব্যাটিং করেন। এই তরুণ ১৩ বলে ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। অপর ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ২৩ বলে ৪২ রান করেন। তিন ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। শ্রেয়াস ৩৬ বলে ৮২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) করেন ২৭ রান। মার্কাস স্টোইনিসও ভালো ব্যাটিং করেন। তিনি ১১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি।

শামির হতশ্রী বোলিং

ভারতীয় দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ৪ ওভার বোলিং করে ৭৫ রান দিলেন। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ৪ ওভারে ৪০ রান দিলেন। ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন এহসান মালিঙ্গা (Eshan Malinga)। ৪ ওভারে ৪১ রান দেন জিশান আনসারি (Zeeshan Ansari)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম