Virat Kohli: 'ওডিআই স্ট্রাইক রেট ৬৪:৩১,' সঞ্জয় মঞ্জরেকরকে ব্যঙ্গ বিরাট কোহলির ভাইয়ের

Published : Apr 30, 2025, 05:48 PM ISTUpdated : Apr 30, 2025, 06:36 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

IPL 2025 Virat Kohli: পেশাদার ক্রিকেটার হিসেবে মন্থর ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। সেই তিনিই এখন আইপিএল-এ বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলছেন। মঞ্জরেকরকে পাল্টা ব্যঙ্গ করেছেন বিরাটের ভাই বিকাশ কোহলি।

Sanjay Manjrekar on IPL strike-rate: 'কাচের ঘরে বসে ঢিল ছোড়া উচিত নয়।' এই প্রবাদবাক্য বোধহয় স্মরণে ছিল না ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar)। তিনি কোনওদিন দ্রুত রান করতে পারতেন না। ওডিআই ফর্ম্যাটেও টেস্ট ম্যাচের ধাঁচে ব্যাটিং করতেন। সেই মঞ্জরেকর এবারের আইপিএল-এ (IPL 2025) স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করেছেন। তরুণ ব্যাটারদের স্ট্রাইক রেটের কথা উল্লেখ করেছেন মঞ্জরেকর। তিনি নাম না করে সিনিয়র ক্রিকেটারদের কটাক্ষ করেছেন। 'এক্স' হ্যান্ডলে এই প্রাক্তন ক্রিকেটার পোস্ট করেন, 'গত রাতে কেকেআর-এর বিরুদ্ধে প্রিয়াংশ আর্য ৬৯(৩৫) প্রভসিমরন সিং ৮৩(৪৯)। ফের দেখা গেল নতুন প্রজন্মের ব্যাটাররা আগের প্রজন্মের বিখ্যাত ব্যাটারদের পিছনে ফেলে দিচ্ছেন। টি-২০ তাঁদেরই খেলা।' পাল্টা 'থ্রেডস' হ্যান্ডলে মঞ্জরেকরকে ব্যঙ্গ করে বিরাট কোহলির (Virat Kohli) ভাই বিকাশ কোহলি (Vikas Kohli) লিখেছেন, ‘মিস্টার সঞ্জয় মঞ্জরেকর-কেরিয়ার ওডিআই স্ট্রাইক রেট ৬৪:৩১। ২০০-এর বেশি স্ট্রাইক রেটের কথা বলা সহজ।’

বারবার বিতর্কে মঞ্জরেকর

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন মঞ্জরেকর। তিনি বারবার ক্রিকেটারদের সমালোচনা করে বিতর্ক জড়িয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন মঞ্জরেকর। তাঁর সঙ্গে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সম্পর্কও ভালো ছিল না। দু'দশক পরেও স্বভাব বদলালনি মঞ্জরেকর। তিনি হয়তো তারকা ক্রিকেটারদের জনপ্রিয়তায় ঈর্ষা করেন। এই কারণেই তাঁদের সমালোচনা করেন। একসময় তাঁর নিশানায় থাকতেন সৌরভরা, এখন বিরাট, রোহিত শর্মাদের (Rohit Sharma) সমালোচনা করেন মঞ্জরেকর। এবার তিনি পাল্টা জবাব পেলেন।

এবারের আইপিএল-এ অন্য ভূমিকায় বিরাট

এবারের আইপিএল-এর শুরু থেকেই বড় শট খেলার বদলে ছুটে রান নেওয়ার উপর জোর দিচ্ছেন বিরাট। তিনি ঝোড়ো ইনিংস খেলার বদলে ইনিংস গড়ার উপর জোর দিচ্ছেন। এর মধ্যেও তাঁর স্ট্রাইক রেট ১৩৮.৮৭। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪৪৩ রান করেছেন বিরাট। তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন। সবচেয়ে বেশি রান করা ১০ জন ব্যাটারের মধ্যে তাঁর স্ট্রাইক রেটই সবচেয়ে কম। তবে বিরাট ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবছেন না। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bengaluru) এখন পয়েন্ট তালিকার শীর্ষে। প্লে-অফের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতরান করার পর সমালোচকদের একহাত নিয়ে বিরাট বলেছেন, ‘স্কোরবোর্ডে কত রান হল, পরিবেশ-পরিস্থিতি কেমন, কোন বোলাররা বোলিং করছে, কোন বোলারদের বলে রান করা কঠিন, সেদিকে আমি মন দিই। আমার এক বা দুই রান যাতে থেমে না যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করি। এরই মধ্যে বাউন্ডারি মারার চেষ্টা করি। রানের গতি যাতে থেমে না যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করি। আমি সবসময় সেই চেষ্টায় থাকি। আমি এক বা দুই রান নিয়ে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করি। লোকজন পার্টনারশিপ গড়ে তোলা এবং টি-২০ ক্রিকেটে উইকেটে টিকে থাকার গুরুত্ব ভুলে যাচ্ছে।’

 

 

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বিরাট

২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন বিরাট। তিনি এই লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন। এছাড়া আরও অনেক রেকর্ড গড়েছেন। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি। আরসিবি-কে ফাইনালে নিয়ে গেলেও, খালি হাতেই ফিরতে হয়েছে বিরাটকে। তিনি এখন আর আরসিবি-র অধিনায়ক নন। সাধারণ খেলোয়াড় হিসেবে দলে আছেন। তবে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে বিরাটের গুরুত্ব আগের মতোই আছে। এবার আরসিবি দল অত্যন্ত শক্তিশালী। দলে ভারসাম্য আছে। এই কারণে এবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার বিরাটরা। সেদিকে লক্ষ্য রেখেই খেলে চলেছেন বিরাট। তিনি সমালোচকদের কথায় গুরুত্ব না দিয়ে দলের প্রয়োজন অনুযায়ী খেলে চলেছেন। দল যাতে জয় পায় এবং ভালো জায়গায় থাকে, সেটা নিশ্চিত করাই বিরাটের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?