চন্দ্রকান্ত পণ্ডিতকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে, এবার কেকেআর-এর প্রধান কোচ অপর এক মুম্বইকর?

Published : Oct 26, 2025, 03:03 PM ISTUpdated : Oct 26, 2025, 03:18 PM IST
Abhishek Nayar

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: ২০২৪ সালে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হলেও, ২০২৫ সালের আইপিএল-এ মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ সালের আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর।

DID YOU KNOW ?
কোচ অভিষেক নায়ার
বেশ কিছুদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত অভিষেক নায়ার। তবে তিনি এখনও আইপিএল-এ কোনও দলের প্রধান কোচ হিসেবে কাজ করার সুযোগ পাননি।

IPL 2026: চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পরবর্তী প্রধান কোচ হতে চলেছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। কেকেআর সূত্রে এমনই জানা গিয়েছে। ২০২৫ সালের আইপিএল-এ কেকেআর-এর পারফরম্যান্সের পর পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হতে পারে। অভিষেককে ইতিমধ্যেই নতুন দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। পণ্ডিত ও অভিষেক, দু'জনেই মুম্বইয়ের (Mumbai) প্রাক্তন খেলোয়াড়। ফলে এক মুম্বইকরের পরিবর্তে অন্য এক মুম্বইকরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অনেকদিন ধরেই কেকেআর-এর সঙ্গে যুক্ত অভিষেক। গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন কেকেআর-এর মেন্টর ছিলেন, তখন দলের সহকারী কোচ ছিলেন অভিষেক। তিনি তরুণ খেলোয়াড়দের তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন। সে কাজে সাফল্য পেয়েছেন তিনি। এবার তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

কোচ হিসেবে অভিজ্ঞ অভিষেক

বেশ কিছুদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত অভিষেক। তিনি ভারতীয় দলের সহকারী কোচ ছিলেন। জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর কেকেআর-এ সাপোর্ট স্টাফ হিসেবে ফিরে আসেন তিনি। চলতি বছরে উইমেনস প্রিমিয়ার লিগে (Women's Premier League) ইউপি ওয়ারিয়র্জের (UP Warriorz) প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন অভিষেক। এবার তিনি মহিলাদের লিগের পাশাপাশি পুরুষদের লিগেও প্রধান কোচ হিসেবে কাজ করতে পারেন।

কোচ হিসেবে জনপ্রিয় অভিষেক

শুধু বিভিন্ন দলের প্রধান কোচ বা সহকারী কোচ হিসেবে কাজ করাই নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত সাহায্যকারী হিসেবেও কাজ করেন অভিষেক। এবারের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) রওনা হওয়ার আগে মুম্বইয়ে অনুশীলনের সময় পুরনো বন্ধু অভিষেকের সাহায্য নেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করেন অভিষেক। তাঁর সাহায্য নিয়ে ১১ কেজি ওজন কমান রোহিত। ভারতীয় দলের অপর এক তারকা ব্যাটার কে এল রাহুলকেও (KL Rahul) সাহায্য করেছেন অভিষেক। প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছেন রাহুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু কেকেআর-এর।
আইপিএল-এ ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী মরসুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম