'ওডিআই বিশ্বকাপ খেলে তারপরেই অবসর নেবে রোহিত,' বলছেন ছোটবেলার কোচ দীনেশ লাড

Published : Oct 26, 2025, 12:08 PM ISTUpdated : Oct 26, 2025, 12:38 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

Rohit Sharma: ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) রোহিত শর্মা খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে কিছুদিন আগে পর্যন্ত সংশয় ছিল। কিন্তু শনিবারের পর থেকে আর কোনও সংশয় থাকছে না।

DID YOU KNOW ?
রোহিত শর্মার শতরান
ওডিআই ফর্ম্যাটে ৩৩টি শতরান করেছেন রোহিত শর্মা। তিনি ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরানও করেছেন।

2027 ICC Men's Cricket World Cup: জুলাইয়ে বারাণসীতে (Varanasi) এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যে কথা বলেছিলেন, এবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারেও সেই একই কথা বললেন রোহিত শর্মার (Rohit Sharma) ছোটবেলার কোচ দীনেশ লাড (Dinesh Lad)। তিনি নিশ্চিত, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে না খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন না রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বড় রান না পেলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন রোহিত। তিনি তৃতীয় ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শনিবার সিডনিতে ওপেন করতে নেমে ১২৫ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন রোহিত। এই ইনিংস দেখে উচ্ছ্বসিত তাঁর ছোটবেলার কোচ। তিনি বলেছেন, 'আজ রোহিত যেভাবে ব্যাটিং করল এবং ভারতীয় দলের জয়ে অবদান রাখল, সেটা দেখে দারুণ লাগল। ও ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ খেলে তারপর অবসর নেবে।'

রোহিতের ব্যাটিংয়ে মুগ্ধ কোচ

রোহিতের প্রশংসা করে দীনেশ আরও বলেছেন, 'ও এমন একজন ব্যাটার, যে কোনও সময়, যে কোনও জায়গায় ভালো পারফরম্যান্স দেখাতে পারে। আজ ও যেভাবে ব্যাটিং করল, সেটা দেখে ভালো লাগল। অনেকদিন আগে এক অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বলেছিল, রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli) এমন দুই খেলোয়াড় যারা ওর রেকর্ড ভেঙে দেবে। ওরা দু'জনেই সচিনের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে।'

সিডনিতে অপরাজিত শতরান রোহিতের

অ্যাডিলেডে (Adelaide) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ৭৩ রান করেন রোহিত। এরপর তৃতীয় ম্যাচে তিনি অপরাজিত শতরান করে ভারতীয় দলকে জেতালেন। সিডনিতে ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন এই তারকা ব্যাটার। তাঁর এই ইনিংস দেখে অনুরাগীরা যেমন মুগ্ধ, তেমনই ছোটবেলার কোচও খুশি হয়েছেন। সবার আশা, আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভালো ব্যাটিং করবেন রোহিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলতে পারেন রোহিত শর্মা।
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত শর্মা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম