আইপিএল ২০২৬: এবারও নিলাম হতে চলেছে বিদেশে, দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল বিসিসিআই

Published : Nov 16, 2025, 09:48 AM ISTUpdated : Nov 16, 2025, 09:52 AM IST
IPL Auction 2025

সংক্ষিপ্ত

IPL 2026: আইপিএল-এর আগামী মরসুমের আগে প্লেয়ার রিটেনশন পর্ব মিটে গিয়েছে। এবার নিলামের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। আগামী মাসে বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএল ২০২৬-এর নিলাম।

DID YOU KNOW ?
২৩৭.৫৫ কোটি টাকা
আইপিএল ২০২৬ মিনি অকশনে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ২৩৭.৫৫ কোটি টাকা খরচ করতে পারে।

IPL 2026 Auction: ১৬ ডিসেম্বর আবু ধাবির (Abu Dhabi) অতিহাদ এরিনায় (Etihad Arena) হতে চলেছে আইপিএল ২০২৬-এর নিলাম। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। শনিবার ছিল প্লেয়ার রিটেনশনের শেষ দিন। সব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশ করেছে। ট্রেডের মাধ্যমে বেশ কয়েকজন খেলোয়াড়ের দলবদলও হয়েছে। ১০ ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ১৭৩ জন খেলোয়াড়কে রিটেইন করেছে। এর মধ্যে ৪৯ জন বিদেশি ক্রিকেটার আছেন। যে ক্রিকেটারদের রিটেইন করা হয়নি, তাঁরা নিলামে থাকবেন। তবে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলি দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হাতে যা টাকা আছে, তা দিয়ে নিলাম থেকে বাকি ক্রিকেটারদের দলে নেওয়া হবে। এখন সব দল সেই হিসেব কষছে।

সুবিধাজনক জায়গায় কেকেআর

আইপিএল ২০২৬ নিলামের আগে সবচেয়ে ভালো জায়গায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ফ্র্যাঞ্চাইজির হাতে আছে ৬৪.৩ কোটি টাকা। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হাতে এত টাকা নেই। কেকেআর সর্বাধিক ১৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হাতে আছে ৪৩.৪ কোটি টাকা। এই ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ হতে পারে ২৩৭.৫৫ কোটি টাকা। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সুযোগ পেতে পারেন ৭৭ জন ক্রিকেটার। সব দলে সর্বাধিক ২৫ জন করে ক্রিকেটার থাকবেন। নিলামের আগেই ২১ জন ক্রিকেটারকে রিটেইন করেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ও গুজরাট টাইটানস (Gujarat Titans) ২০ জন করে ক্রিকেটারকে রিটেইন করেছে।

সবচেয়ে বেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে সিএসকে ও কেকেআর

নিলামের আগে ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে সিএসকে। কেকেআর ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছেড়ে দেওয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। কেকেআর-এর হয়ে ২০১৪ সাল থেকে একটানা খেলে গিয়েছেন রাসেল। এবার তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭৭
আইপিএল ২০২৬ নিলাম থেকে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন।
আইপিএল ২০২৬-এর নিলামে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম