IPL 2026: আগামী মরসুমের আইপিএল-এর নিলামের আগে শনিবার সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের রিটেইন করা এবং ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশ করল। এই তালিকা দেখার পর ক্রিকেট মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।
KNOW
IPL 2026 Retention: ২০২৬ সালের আইপিএল-এর নিলামের আগে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শনিবার রিটেইন করা ক্রিকেটারদের পাশাপাশি ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হল। রিটেইন করা হয়েছে অক্ষর প্যাটেল (Axar Patel), কে এল রাহুল (KL Rahul), করুণ নায়ার (Karun Nair), অভিষেক পোড়েল (Abishek Porel), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), সমীর রিজভি (Sameer Rizvi), আশুতোষ শর্মা (Ashutosh Sharma), অজয় মণ্ডল ও ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক (Mitchell Starc), টি নটরাজন (T Natarajan), মুকেশ কুমার (Mukesh Kumar), দুষ্মন্ত্য চামিরা (Dushmantha Chameera), কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। নীতীশ রানাকে (Nitish Rana) ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে মোহিত শর্মা (Mohit Sharma), ফাফ ডু প্লেসি (Faf du Plessis), সিদিকুল্লাহ আতাল (Sediqullah Atal), জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk), মনবন্ত কুমার, দর্শন নালকাণ্ডে (Darshan Nalkande) ও ডনোভান ফেরেইরাকে (Donovan Ferreira)। নিলাম থেকে আট জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লি ক্যাপিটালস। হাতে আছে ২১.৮ কোটি টাকা।
কাদের ধরে রাখল ও ছেড়ে দিল লখনউ সুপার জায়ান্টস?
লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) রিটেইন করেছে অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant), আবদুল সামাদ (Abdul Samad), আয়ূষ বাদোনি (Ayush Badoni), এইডেন মার্করাম (Aiden Markram), ম্যাথিউ ব্রিৎজকে (Matthew Breetzke), হিম্মত সিং, নিকোলাস পুরাণ (Nicholas Pooran), মিচেল মার্শ (Mitchell Marsh), শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed), আর্শিন কুলকার্নি, ময়াঙ্ক যাদব (Mayank Yadav), আবেশ খান (Avesh Khan), মহসিন খান (Mohsin Khan), মণিমারান সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি (Digvesh Rathi), প্রিন্স যাদব ও আকাশ সিংকে। ছেড়ে দেওয়া হল ডেভিড মিলার (David Miller), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), আকাশ দীপ (Akash Deep), আরিয়ান জুয়াল, শামার জোশেফ (Shamar Joseph), যুবরাজ চৌধুরী ও রাজবর্ধন হাঙ্গারগেকরকে (Rajvardhan Hangargekar)। নিলাম থেকে ছয় ক্রিকেটারকে দলে নিতে পারবে লখনউ। হাতে আছে ২২.৯৫ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস কাদের রিটেইন করল ও ছেড়ে দিল?
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) রিটেইন করল ধ্রুব জুরেল (Dhruv Jurel), জোফ্রা আর্চার (Jofra Archer), কেওয়ানা মাফাকা (Kwena Maphaka), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, রিয়ান পরাগ (Riyan Parag), সন্দীপ শর্মা (Sandeep Sharma), শিমরন হেটমায়ার (Shimron Hetmyer), শুভম দুবে, তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande), বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), যুধবীর সিং, রবীন্দ্র জাডেজা (ট্রেড) (Ravindra Jadeja), স্যাম কারান (ট্রেড) (Sam Curran) ও ডনোভান ফেরেইরাকে (ট্রেড) (Donnovan Ferreira)। ছেড়ে দেওয়া হয়েছে কুণাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi), কুমার কার্তিকেয়, ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) ও মাহিশ থিকসানাকে (Maheesh Theekshana)। নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে রাজস্থান। হাতে আছে ১৬.০৫ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ কাদের ধরে রাখল ও ছেড়ে দিল?
সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) রিটেইন করেছে অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), ট্রেভিস হেড (Travis Head), অভিষেক শর্মা (Abhishek Sharma), অনিকেত ভার্মা, আর স্মরণ, ঈশান কিষান (Ishan Kishan), হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis), হর্ষল প্যাটেল (Harshal Patel), ব্রাইডন কার্স (Brydon Carse), জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), এশান মালিঙ্গা (Eshan Malinga) ও জিশান আনসারিকে (Zeeshan Ansari)। ছেড়ে দেওয়া হয়েছে মহম্মদ শামি (ট্রেড) (Mohammed Shami), অ্যাডাম জাম্পা (Adam Zampa), রাহুল চাহার (Rahul Chahar), উইয়ান মালডার (Wiaan Mulder), অভিনব মনোহর, অথর্ব তাইডে ও সচিন বেবিকে। নিলাম থেকে ১০ জনকে নিতে পারবে হায়দরাবাদ। হাতে আছে ২৫.৫ কোটি টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


