
Faf du Plessis: ১৪ বছরে প্রথমবার। আইপিএল-এর (IPL 2026) আগামী মরসুমে খেলবেন না দক্ষিণ আফ্রিকার (South Africa) তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি (Faf du Plessis)। ৪১ বছর বয়সি এই ব্যাটার আসন্ন আইপিএল-এর নিলামে (IPL auction) থাকছেন না। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ডু প্লেসি জানিয়ে দিয়েছেন, তিনি এবার আর আইপিএল-এ খেলবেন না। তার বদলে পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League 2026) খেলবেন। ২০২৫ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলেন ডু প্লেসি। তিনি ২২.৪৪ গড়ে ২০২ রান করেন। যা তাঁর রেকর্ডের নিরিখে মাঝারি মানের পারফরম্যান্স। তবে এবারের আইপিএল-এর নিলামে থাকলে তিনি যে কোনও দলে জায়গা পেয়ে যেতেন। কিন্তু তার বদলে তিনি পিএসএল-এ খেলার সিদ্ধান্ত নিলেন।
২০১২ সালের আইপিএল-এ প্রথমবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলেন ডু প্লেসি। প্রথম মরসুমে তিনি ৩৯৮ রান করেন। তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১৮ ও ২০২১ সালে আইপিএল জেতেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএল-এ সেরা ফর্মে ছিলেন এই তারকা। তিনি সিএসকে ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলা শুরু করার পরেও ভালো ফর্মে ছিলেন। এই দলের অধিনায়কও নির্বাচিত হন ডু প্লেসি। কিন্তু তাঁকে আর হয়তো কোনও মরসুমেই আইপিএল-এ দেখা যাবে না।
আইপিএল থেকে সরে যাওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ডু প্লেসি লিখেছেন, ‘আইপিএল-এ ১৪ মরসুম খেলার পর এবার আমি নিলামে আমার নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা একটা বড় সিদ্ধান্ত। আমি যখন পিছনে ফিরে তাকাই, তখন মনে অনেক কৃতজ্ঞতা আসে। আমার কেরিয়ারে এই লিগের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি সৌভাগ্যবান যে বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলেছি। অসাধারণ ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে খেলেছি। যে দর্শকদের সামনে খেলেছি তাঁদের আবেগের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।