IPL 2026: কিছুদিন পরেই আগামী মরসুমের আইপিএল-এর জন্য নিলাম হতে চলেছে। তার আগেই ট্রেডের মাধ্যমে সব ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। একইসঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফেও রদবদল করা হচ্ছে।

DID YOU
KNOW
?
লখনউ সুপার জায়ান্টস
আইপিএল-এ প্রথমবার খেলতে নেমেই গুজরাট টাইটানস চ্যাম্পিয়ন হলেও, লখনউ সুপার জায়ান্টস এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি।

Lucknow Super Giants: ২০২৪ সালে আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের সাপোর্ট স্টাফ কার্ল ক্রো-কে (Carl Crowe) দলে নিল লখনউ সুপার জায়ান্টস। ইংল্যান্ডের (England) এই প্রাক্তন ক্রিকেটারকে নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল। মঙ্গলবার এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে স্পিন বোলিং কোচ হিসেবে অত্যন্ত জনপ্রিয় কার্ল। তিনি সাফল্যও পেয়েছেন। ২০২৪ সালে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলের সাপোর্ট স্টাফ হিসেবে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন কার্ল। এই কারণেই এবার তাঁকে দলে নিয়ে নিল এলএসজি।

অভিনব পদ্ধতিতে প্রশিক্ষণ কার্লের

কার্ল যে দলের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেন, সেই দলেরই প্রশিক্ষণে অভিনব পদ্ধতি প্রয়োগ করেন। নেটে বোলিং করার সময় বোলারদের ইচ্ছাকৃতভাবে খারাপ বল করতে বলেন তিনি। ম্যাচ চলাকালীন চাপের মুহূর্তে যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, তার প্রস্তুতির জন্যই এই ধরনের অনুশীলন করান তিনি। ৫০ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার আইপিএল ছাড়াও বিগ ব্যাশ লিগ (Big Bash League), টি-২০ ব্লাস্ট (T20 Blast), গ্লোবাল টি-২০ কানাডার (Global T20 Canada) মতো ফ্র্যাঞ্চাইজি লিগে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে সফল কার্ল

ইংল্যান্ডের হয়ে কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি কার্ল। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া তিনি ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। একটি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। খেলা ছাড়ার পর কোচ হিসেবে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন তিনি। এলএসজি-তে টম মুডি (Tom Moody), কেন উইলিয়ামসন (Kane Williamson), জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer), ল্যান্স ক্লুজনার (Lance Klusener), ভরত অরুণদের সঙ্গে কাজ করবেন কার্ল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।