আইপিএল ২০২৬: ডিসেম্বরে নিলাম, আগামী মাসের মধ্যেই চূড়ান্ত করতে হবে প্লেয়ার রিটেনশন

Published : Oct 10, 2025, 06:21 PM ISTUpdated : Oct 10, 2025, 06:29 PM IST
IPL Auction 2025

সংক্ষিপ্ত

IPL 2026: দেশজুড়ে উৎসবের আবহেই আগামী মরসুমের আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অনেক বদল আসতে পারে। সে কথা মাথায় রেখে প্লেয়ার রিটেনশনের দিনক্ষণও ঠিক করে দেওয়া হচ্ছে।

DID YOU KNOW ?
৩ বারের জয়ী কেকেআর
এখনও পর্যন্ত ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে গত আইপিএল-এ ব্যর্থ হয়েছে কেকেআর।

IPL 2026 Auction: গত বছর আইপিএল-এর মেগা নিলাম হলেও, আগামী মরসুমের আইপিএল-এর জন্য মিনি নিলাম হতে চলেছে। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে নিলাম। নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্লেয়ার রিটেনশন চূড়ান্ত করে নিতে হবে। তারপর হবে নিলাম। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হতে পারে আইপিএল-এর মিনি নিলাম। এ বিষয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের আলোচনা চলছে। কিছুদিনের মধ্যেই আইপিএল-এর মিনি নিলামের তারিখ চূড়ান্ত হয়ে যেতে পারে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing Council)। এখন প্লেয়ার রিটেনশন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কোন ফ্র্যাঞ্চাইজি কাদের দলে ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে, সে বিষয়ে জল্পনা চলছে।

কোথায় হবে আইপিএল নিলাম?

গত বছর আইপিএল-এর মেগা নিলাম হয়েছিল সৌদি আরবে (Saudi Arabia)। প্রথমবার ভারতের বাইরে আইপিএল-এর নিলাম হয়। তবে এবার দেশের মাটিতেই আইপিএল নিলাম হতে পারে। বিসিসিআই কর্তারা এবার আর বিদেশে আইপিএল নিলাম আয়োজন করতে রাজি নন। কোন শহরে আইপিএল নিলাম হবে, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেবে কেকেআর?

২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হলেও, ২০২৫ সালে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে একাধিক বদল দেখা যেতে পারে। ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দেওয়া হতে পারে। এই ব্যাটারকে গত মরসুমে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাঁকে দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর প্রতি ফ্র্যাঞ্চাইজির মোহভঙ্গ হয়েছে। ভেঙ্কটেশও কেকেআর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে তাঁকে এবার অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে। অন্যদিকে, টি নটরাজনকে (T Natarajan) ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিতেও বদল দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের আইপিএল-এর নিলাম হতে পারে এ বছরের ডিসেম্বরে।
আগামী মাসের মধ্যে আইপিএল-এর প্লেয়ার রিটেনশন চূড়ান্ত হয়ে যেতে পারে। তারপর হবে মিনি নিলাম।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম