
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে জয় এসেছে। দ্বিতীয় ম্যাচও কি পঞ্চম দিনে গড়ানোর আগেই জয় তুলে নেবে ভারত? শুক্রবার ম্যাচের প্রথম দিনের প্রথম দুই সেশনের খেলা তেমনই ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় সেশনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের স্কোর এক উইকেটে ২২০। অপরাজিত শতরান করেছেন ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এই তরুণ ব্যাটার ১৬৬ বলে ১১১ রান করে অপরাজিত। তাঁর ইনিংসে এখনও পর্যন্ত ১৬টি বাউন্ডারি হয়েছে। যশস্বীর সঙ্গে অপরাজিত সাই সুদর্শন (Sai Sudharsan)। তিনিও শতরানের পথে। এখন ১৩২ বল খেলে ৭১ রানে অপরাজিত সাই সুদর্শন। তিনি এখনও পর্যন্ত ১১টি বাউন্ডারি মেরেছেন। গত ম্যাচে ব্যর্থ হওয়ার পর এই ম্যাচে সাই সুদর্শনকে বাদ দেওয়া হতে পারে বলে আলোচনা চলছিল। তবে তাঁর উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই ভরসার যোগ্য মর্যাদা দিলেন তিনি।
শুক্রবার সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন কে এল রাহুল (KL Rahul)। গত ম্যাচে শতরান করার পর এদিনও ইনিংসের শুরুটা ভালোভাবে করেন রাহুল। শুরুতে যশস্বী রক্ষণাত্মক ব্যাটিং করলেও, আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন রাহুল। কিন্তু ভালো শুরু করেও তিনি বেশিদূর এগোতে পারলেন না। ৫৪ বলে ৩৮ রান করে আউট হয়ে যান তিনি। এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি।
শুক্রবার টেস্টে সপ্তম শতরান করলেন যশস্বী। ২৪ বছর বয়স হওয়ার আগে টেস্ট ক্রিকেটে খুব কম ব্যাটারই যশস্বীর চেয়ে বেশি শতরান করেছেন। কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (Don Bradman) ২৪ বছর বয়স হওয়ার আগে ১২টি শতরান করেন। সেই বয়সে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) টেস্টে ১১টি শতরান করেন। গারফিল্ড সোবার্স (Garfield Sobers) ৯টি শতরান করেন। জাভেদ মিঁয়াদাদ (Javed Miandad), গ্রেম স্মিথ (Graeme Smith), অ্যালেস্টেয়ার কুক (Alastair Cook) ও কেন উইলিয়ামসনও (Kane Williamson) অল্পবয়সে টেস্ট ক্রিকেটে সাতটি শতরান করেন। এবার এই তালিকায় জায়গা করে নিলেন যশস্বী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।