আইপিএল ২০২৬: কবে শুরু হবে খেলা? ফ্র্যাঞ্চাইজিগুলিকে সম্ভাব্য তারিখ জানিয়ে দিল বিসিসিআই

Published : Dec 16, 2025, 09:56 AM ISTUpdated : Dec 16, 2025, 10:08 AM IST
Rajasthan Royals' Potential Targets at IPL 2026 Auction

সংক্ষিপ্ত

IPL 2026: মঙ্গলবার আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল ২০২৬-এর মিনি নিলাম হতে চলেছে। ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। নিলামের মধ্যেই আইপিএল-এর নতুন মরসুমের খেলা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

DID YOU KNOW ?
মঙ্গলবার আইপিএল নিলাম
মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলাম হতে চলেছে আবু ধাবিতে। সব ফ্র্যাঞ্চাইজির কর্তারা আবু ধাবিতে পৌঁছে গিয়েছেন।

IPL 2026 Dates: ২০২৬ সালের আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ। ফাইনাল ৩১ মে। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলিকে এমনই জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল আয়োজনের দায়িত্বে থাকা কর্তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের বৈঠক হয়। এই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে, ২৬ মার্চ, বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ হবে। তবে বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) উদ্বোধনী ম্যাচ হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যদিও কর্ণাটক সরকার (Karnataka Government) সম্প্রতি জানিয়ে দিয়েছে, চিন্নাস্বামীতে ফের ক্রিকেট শুরু করার অনুমতি দেওয়া হবে। কিন্তু পদপিষ্টের (Stampede) ঘটনার পর গঠিত তদন্ত কমিশন এই স্টেডিয়ামে পরিকাঠামোগত কিছু বদলের সুপারিশ করেছে। সেই সংস্কারের আগেই এই স্টেডিয়ামে খেলা শুরু করার অনুমতি দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়। ফলে এ বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি উদ্বোধনী ম্যাচ খেলবে

আইপিএল-এর রীতি অনুযায়ী, চ্যাম্পিয়ন দলই উদ্বোধনী ম্যাচ খেলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গত মরসুমের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (Royal Challengers Bengaluru) এবার উদ্বোধনী ম্যাচ খেলবে। সে কথাই জানিয়েছেন আইপিএল সিইও হেমাঙ্গ আমিন (Hemang Amin)। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (Karnataka State Cricket Association) রাজ্য সরকারের কাছ থেকে শর্তসাপেক্ষে চিন্নাস্বামীতে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে। কিন্তু দর্শকদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। তবেই চিন্নাস্বামীতে আইপিএল আয়োজন করা যাবে। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আমরা আশা করছি চিন্নাস্বামীতেই আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হবে। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar) নিজেই সে কথা জানিয়েছেন।’

আইপিএল নিলামে অভিমন্যু ঈশ্বরণ

মঙ্গলবার আইপিএল নিলামে বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) নাম থাকছে। শেষমুহূর্তে তাঁর নাম যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বদল করে ১৯ জনের নাম যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অভিমন্যুর নাম রয়েছে। নতুন তালিকায় ৩৬০ নম্বরে তাঁর নাম রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
এবার আইপিএল-এর ১৯-তম মরসুম হতে চলেছে।
আইপিএল-এর ১৯-তম মরসুমের খেলা শুরু হতে চলেছে ২৬ মার্চ। খেলা চলবে ৩১ মে পর্যন্ত।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক