IPL 2026 Mini Auction: মঙ্গলবার আবু ধাবিতে (Abu Dhabi) ২০২৬ সালের আইপিএল-এর জন্য মিনি নিলাম হতে চলেছে। যে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা নিলামে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজর কেড়ে নিতে চাইছেন।

DID YOU
KNOW
?
সরফরাজ খানের লড়াই
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান।

Syed Mushtaq Ali Trophy 2025: জাতীয় দলে আবার কবে সুযোগ পাবেন জানেন না। তবে আইপিএল ২০২৬-এর জন্য মিনি নিলামের (IPL 2026 Mini Auction) ঠিক আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2025) ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন মুম্বইয়ের (Mumbai) তারকা ব্যাটার সরফরাজ খান (Sarfaraz Khan)। তিনি হরিয়ানার (Haryana) বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৫ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি। সরফরাজের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন মুম্বইয়ের ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। তিনি ৫০ বল খেলে ১০১ রানের চমকপ্রদ ইনিংস খেললেন। এই তরুণ ব্যাটারের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। এই দুই ব্যাটারের অসাধারণ ইনিংসের সুবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পেল মুম্বই। 

পুণেতে ইতিহাস মুম্বই দলের

পুণের (Pune) অ্যাম্বিতে (Ambi) ডি ওয়াই পাতিল অ্যাকাডেমিতে (DY Patil Academy) এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে ২৩৪ রান করে হরিয়ানা। টি-২০ ফর্ম্যাটে এই রান জয়ের জন্য যথেষ্ট। কিন্তু বিপক্ষ দলে যশস্বী, সরফরাজের মতো ব্যাটার থাকলে এবং তাঁরা ফর্মে থাকলে কোনও স্কোরই যথেষ্ট নয়। ফলে হরিয়ানার অধিনায়ক অঙ্কিত কুমারের (Ankit Kumar) ৪২ বলে ১০টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৮৯ রানের অসাধারণ ইনিংস এবং নিশান্ত সিন্ধুর (Nishant Sindhu) ৩৮ বলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৬৩ রান দাম পেল না। হরিয়ানার হয়ে ওপেনার আর্শ কবীর বিবেক রাঙ্গা (Arsh Kabir Vivek Ranga) ২৩ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। সামন্ত দেবেন্দর জাখর (Samant Devender Jakhar) ১৪ বল খেলে জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। সুমিত কুমার (Sumit Kumar) চার বল খেলে চারটি বাউন্ডারি মেরে ১৬ রান করে অপরাজিত থাকেন। কিন্তু তাঁদের লড়াইও কাজে লাগল না।

আইপিএল নিলামে ভালো দর পাবেন সরফরাজ?

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে চলেছেন সরফরাজ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে এবারের আইপিএল-এর নিলামে এই ব্যাটার ভালো দর পেতে পারেন বলে আশা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।