M Chinnaswamy Stadium: বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের (Stampede) ঘটনার পর কড়া ব্যবস্থা নিয়েছিল কর্ণাটক সরকার (Karnataka Government)। তবে আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2026) ফের এই স্টেডিয়ামে ম্যাচ হতে পারে।

DID YOU
KNOW
?
চিন্নাস্বামীতে ফিরছে খেলা
পদপিষ্টের ঘটনার জেরে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজন বন্ধ হয়ে যায়। ফের এই স্টেডিয়ামে ম্যাচ হতে চলেছে।

IPL 2026: বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) ফিরছে ক্রিকেট। শুক্রবার কর্ণাটকের মন্ত্রিসভা (Karnataka Cabinet) চিন্নাস্বামীতে ফের খেলা শুরু করার অনুমতি দিয়েছে। তবে অনেক শর্ত চাপানো হয়েছে। নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ২০২৫ সালের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়োৎসবের সময় এই স্টেডিয়ামের বাইরে অনেকে পদপিষ্ট (Stampede) হন। এরপরেই এখানে খেলা বন্ধ হয়ে যায়। চিন্নাস্বামীতে মহিলাদের ওডিআই বিশ্বকাপের (2025 ICC Women's Cricket World Cup) ম্যাচ হওয়ার কথা থাকলেও, সেই ম্যাচ অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ, কর্ণাটক সরকার (Karnataka Government) চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। এবার অবশ্য কর্ণাটকের মন্ত্রিসভা এই স্টেডিয়ামে ফের ম্যাচ আয়োজনের অনুমতি দিল।

মেনে চলতে হবে নতুন নিয়ম

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার পর বিচারপতি ডি'কুনহার নেতৃত্বে কমিশন (Justice D’Cunha Commission) গঠন করে কর্ণাটক সরকার। এই কমিশন চিন্নাস্বামীতে ক্রিকেট ম্যাচ ফেরানোর বিষয়ে নানা শর্ত দিয়েছে। শুক্রবার কর্ণাটকের মন্ত্রিসভা জানিয়েছে, কমিশনের সব সুপারিশ মেনে চললে তবেই চিন্নাস্বামীতে ফের ম্যাচ আয়োজন করা যাবে। সবার সুরক্ষা ও পরিকাঠামো সংক্রান্ত শর্ত মেনে চললে তবেই ম্যাচ আয়োজন করতে দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্ণাটকের স্বরাষ্ট্র দফতর।

স্টেডিয়ামের সংস্কারের সুপারিশ

কর্ণাটক সরকার সূত্রে জানা গিয়েছে, ১৯৭৪ সালে তৈরি হওয়া এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দর্শকদের সুরক্ষার জন্য আধুনিক ব্যবস্থাপনা নেই। এই স্টেডিয়ামে ফের ক্রিকেট শুরু করার আগে সংস্কার দরকার। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar)। তিনি জানিয়েছেন, 'আমি এখান থেকে আইপিএল ম্যাচ বাইরে যেতে দেব না। আমরা নিশ্চিত করব যাতে এখানেই ম্যাচ হয়। এটা বেঙ্গালুরু ও কর্ণাটকের গর্বের বিষয়।' কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার (Karnataka State Cricket Association) নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন শিবকুমার। তারপর তিনি চিন্নাস্বামীতেই আইপিএল ম্যাচ আয়োজনের আশ্বাস দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।