
Chennai Super Kings: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ছাড়ছে না চেন্নাই সুপার কিংস। আগামী বছরের আইপিএল-এও (IPL 2026) খেলবেন এই তারকা। শুক্রবার এই ঘোষণা করলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন (CSK CEO Kasi Viswanathan)। তিনি জানিয়েছেন, 'এমএস আমাদের জানিয়েছে, ও আগামী মরসুমেও খেলবে।' ধোনির মতোই ২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই সিএসকে-র সঙ্গে যুক্ত বিশ্বনাথন। তিনি এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম শীর্ষকর্তা হলেও, সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই ধোনির অনুরাগী ও ঘনিষ্ঠ বন্ধু। ধোনির কেরিয়ারে তাঁর মতামত গুরুত্বপূর্ণ। ধোনি নিজেই একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, তিনি চাইলেও তাঁকে ছাড়বে না সিএসকে। সে কথা যে সত্যি, তা ফের দেখা গেল। ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলে, ধোনি যতদিন চাইবেন সিএসকে-র হয়ে আইপিএল-এ খেলতে পারবেন। সেটাই হয়তো সত্যি হতে চলেছে।
খাতায়-কলমে এখন সিএসকে-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তবে এই ফ্র্যাঞ্চাইজিতে ধোনির মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী মরসুমের দলগঠন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে রিটেইন করা ক্রিকেটারদের নামের তালিকা জমা দিতে হবে। সে বিষয়ে ১০ ও ১১ নভেম্বর বিশ্বনাথন, রুতুরাজ ও প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) সঙ্গে আলোচনায় বসছেন ধোনি। সেই আলোচনাতেই প্লেয়ার রিটেইনশন ও আসন্ন নিলাম নিয়ে পরিকল্পনা করা হবে।
আগামী মরসুমের আইপিএল-এ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছেড়ে সিএসকে-তে যোগ দিতে পারেন তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। সিএসকে-র কোনও ক্রিকেটার রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারেন। তাঁর বদলে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন সঞ্জু। এ বিষয়ে এখন দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা চলছে। রাজস্থান রয়্যালসের কর্ণধার মনোজ বাদালে সম্প্রতি লন্ডন (London) থেকে মুম্বইয়ে (Mumbai) ফিরেছেন। তিনি সঞ্জুর বিষয়ে আলোচনা শুরু করেছেন বলে জানা গিয়েছে। শুধু সিএসকে-ই নয়, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) সঞ্জুকে দলে নিতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।