
IPL 2026: আইপিএল প্লেয়ার ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই অধিনায়ক সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছাড়া প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে সূত্রের খবর। সঞ্জু চেন্নাই সুপার কিংস নাকি দিল্লী ক্যাপিটালসে যাবেন, তা নিয়েই এখন জল্পনা চলছে। সঞ্জু দল ছাড়ার খবরে রাজস্থানের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়েও আলোচনা তুঙ্গে।
গত মরশুমে সঞ্জু স্যামসনের চোটের জেরে, কয়েকটি ম্যাচে খেলতে না পারায় রিয়ান পরাগ অধিনায়কত্ব করেন। তবে সঞ্জু দল ছাড়লে রিয়ান পরাগকে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওপেনার যশস্বী জয়সওয়াল বা ধ্রুব জুরেলকে রাজস্থানের অধিনায়কত্বের জন্য প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হতে পারে সূত্রের খবর।
রাজস্থান রয়্যালসের হয়ে ৬৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সঞ্জু। যার মধ্যে ৩৩টিতে জিতেছেন এবং ৩৩টিতে হেরেছেন। অর্থাৎ, অনুপাত ৫০ঃ৫০। তিনি ২০২২ সালে, দলকে আইপিএল ফাইনালে এবং ২০২৪ সালে প্লে-অফে নিয়ে গেছিলেন।
তবে সঞ্জু দল ছাড়লে কোচ কুমার সাঙ্গাকারার প্রধান মাথাব্যথা হবে তার পরিবর্ত খুঁজে বের করা। রিপোর্ট অনুযায়ী, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল রাজস্থানের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও রিয়ান পরাগের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম।
জয়সওয়াল এবং জুরেল দুজনেই অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কোচ কুমার সাঙ্গাকারার কাছে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় সাঙ্গাকারা লন্ডনে, জুরেল এবং জয়সওয়ালের সঙ্গে দেখা করেন। একটি রিপোর্টে আরও বলা হয়েছে, উইকেটকিপার হওয়ায় অধিনায়কত্বের দৌড়ে জয়সওয়ালের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন জুরেল।
মনে করা হচ্ছে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু থাকায় জয়সওয়ালকে শুধু ওপেনার হিসেবে খেলানো যাবে এবং প্রয়োজনে একজন অতিরিক্ত বোলার খেলানো সম্ভব হবে। এছাড়া উইকেটকিপার হিসেবে জুরেল আরও ভালোভাবে খেলা পরিচালনা করতে পারবেন, এই বিষয়টিও টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
তাছাড়া গত মরশুমে, টিকিট বিক্রি নিয়ে বিতর্কের জেরে রাজস্থান রয়্যালস তাদের হোম গ্রাউন্ড সোয়াই মানসিংহ স্টেডিয়াম থেকে সরানোর কথা ভাবছে বলেও জানা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।