আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?

Published : Dec 11, 2025, 05:44 PM IST

Kolkata Knight Riders: তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২০২৬ সালের আইপিএল-এর (IPL 2026) জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। কয়েকদিন পরেই নিলাম হতে চলেছে। তার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কেকেআর শিবির।

PREV
16
আইপিএল-এ খারাপ পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স

প্রত্যাবর্তনের লক্ষ্যে কেকেআর

২০২৫ সালের আইপিএল-এ একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ সালের আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার পরের মরসুমেই খারাপ পারফরম্যান্সের পর কেকেআর দলে বেশ কিছু রদবদল হতে চলেছে। নিলাম থেকে নতুন ক্রিকেটারদের দলে নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

26
এবারের আইপিএল-এর নিলামে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর

কেকেআর-এর লক্ষ্য ক্যামেরন গ্রিন

এবারের আইপিএল-এর নিলামের আগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। এই অলরাউন্ডার আইপিএল-এ এখনও পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ৭০৭ রান করেছেন এবং ১৬ উইকেট নিয়েছেন। তিনি আইপিএল-এ শতরানও করেছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ ফর্ম্যাটে ২১ ম্যাচ খেলে ৫২১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর বেশি। এই কারণেই তাঁকে দলে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স।

36
ইংল্যান্ডের ওপেনার জেমি স্মিথকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর

জেমি স্মিথকে দলে পাবে কেকেআর?

২০২৫ সালের আইপিএল-এ টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। ফিল সল্ট দল ছেড়েছেন। সুনীল নারিন আগের মতো বিস্ফোরক ব্যাটিং করতে পারছেন না। এই কারণে এবারের আইপিএল-এর নিলামে ইংল্যান্ডের ব্যাটার জেমি স্মিথকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর। এই ব্যাটার ওপেন করার পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন। টি-২০ ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৯০-এর বেশি। এই কারণেই স্মিথকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।

46
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর

কেকেআর-এ আসবেন ম্যাট হেনরি?

এবারের আইপিএল-এর নিলামে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এই পেসার বিভিন্ন সময়ে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলে দিয়েছেন। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। গত মরসুমের আইপিএল-এ চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি এই পেসার। এবার তিনি চোট সারিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে।

56
শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর

কলকাতায় আসবেন মাথিসা পাথিরানা

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা। তিনি ৩২ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন। কিন্তু তাঁকেই এবার ছেড়ে দিয়েছে সিএসকে। কারণ, গত মরসুমে চোট পাওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি পাথিরানা। এই কারণেই তাঁকে দলে রাখেনি সিএসকে ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে এবারের আইপিএল-এর নিলামে পাথিরানাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স।

66
ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' হিসেবে পরিচিত পৃথ্বী শ-কে দলে নেবে কেকেআর?

কেকেআর-এ আসবেন পৃথ্বী শ?

২০২৬ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ অভিষেক নায়ার। তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার পৃথ্বী শ। এই ব্যাটার বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে প্রধান কোচের পরামর্শে এবার পৃথ্বীকে দলে নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

Read more Photos on
click me!

Recommended Stories