Quinton de Kock: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে আইপিএল-এ (IPL) খেলা কুইন্টন ডি কক আগামী মরসুমের আইপিএল-এর মিনি নিলামে (IPL 2026 mini auction) থাকছেন। তিনি নাটকীয়ভাবে প্রত্যাবর্তন ঘটালেন।

DID YOU
KNOW
?
এবারও নিলাম বিদেশে
গত মরসুমের মতো এবারও আইপিএল-এর নিলাম হতে চলেছে বিদেশে। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে নিলাম।

IPL 2026 Mini Auction: আইপিএল ২০২৬-এর মিনি নিলামে থাকছেন মোট ৩৫০ জন ক্রিকেটার। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে (Abu Dhabi) হতে চলেছে আগামী মরসুমের আইপিএল-এর মিনি নিলাম। প্রাথমিকভাবে ১,৯৩০ জন ক্রিকেটার আইপিএল-এর নিলামে থাকার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু সবাইকে নিলামে রাখা সম্ভব নয়। ঝাড়াই-বাছাই করে ৩৫০ জনের নাম চূড়ান্ত করা হল। ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার নিলামে থাকছেন। এর মধ্যে ২২৪ জন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার এবং ১৪ জন আনক্যাপড বিদেশি ক্রিকেটার থাকছেন। আইপিএল-এর শুরু থেকেই দেখা গিয়েছে, অনামী ভারতীয় বা বিদেশি ক্রিকেটাররা নজর কেড়ে নিয়েছেন। আগামী আইপিএল-এও তেমনই কোনও ক্রিকেটার চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে পারেন বলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।

কুইন্টন ডি ককের নাটকীয় প্রত্যাবর্তন

আগামী মরসুমের আইপিএল-এর নিলামে থাকা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় এমন ৩৫ জনের নাম রয়েছে, যাঁদের নাম প্রাথমিক তালিকায় ছিল না। তাঁদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock)। তিনি গত আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলেন। নিলামে তাঁকে দু'কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। তবে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই প্রোটিয়া তারকা। তিনি আট ইনিংসে ১৫২ রান করেন। এই কারণেই তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। তাঁর পক্ষে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাওয়া কঠিন।

৪০ জনের বেস প্রাইস ২ কোটি টাকা

এবার আইপিএল-এর নিলামে যাঁরা থাকছেন, তাঁদের মধ্যে ৪০ জনের বেস প্রাইস সর্বাধিক দু'কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) বেস প্রাইস দু'কোটি টাকা। নিলামে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। তার মধ্যে ৩১ জন থাকবেন বিদেশি ক্রিকেটার। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।