আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?

Published : Dec 09, 2025, 03:42 PM IST

IPL 2026 Mini Auction: আগামী সপ্তাহে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম হতে চলেছে। সব ফ্র্যাঞ্চাইজিই নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবারও ভারতের বদলে বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএল-এর নিলাম।

PREV
16
আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য সব ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত প্রস্তুতি শুরু

১৬ ডিসেম্বর আইপিএল নিলাম

১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে হতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। সব ফ্র্যাঞ্চাইজিই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে। এবার নিলাম থেকে দলের বাকি খেলোয়াড়দের বেছে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ১০ ফ্র্যাঞ্চাইজি।

DID YOU KNOW ?
কেকেআর-এর হাতে বেশি টাকা
আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে খরচ করার জন্য সবচেয়ে বেশি টাকা আছে।
26
১,৩৯০ জন ক্রিকেটারের মধ্যে আইপিএল ২০২৬-এর নিলামে চূড়ান্ত ৩৫০ জন খেলোয়াড়

আইপিএল নিলামে ৩৫০ জন

আইপিএল ২০২৬-এর মিনি নিলামে প্রাথমিকভাবে নাম লিখিয়েছিলেন ১,৩৯০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় ৩৫০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ৩৫০ জনের মধ্যে থেকে নিলামে মোট ৭৭ জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেতে পারেন।

আইপিএল নিলামের আগে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা।
আইপিএল ২০২৬ মিনি নিলামের আগে ৪০ জন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁদের মধ্যে ২ জন ভারতীয় আছেন।
36
আগামী মঙ্গলবার দুপুরে আবু ধাবির এতিহাদ এরিনায় শুরু হবে আইপিএল নিলাম

আইপিএল নিলামের কেন্দ্র চূড়ান্ত

বিসিসিআই-এর পক্ষ থেকে সব ফ্র্যাঞ্চাইজিকে ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘নিলামে থাকবেন ৩৫০ জন খেলোয়াড়। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবু ধাবির এতিহাদ এরিনায় সংযুক্ত আরব আমিরশাহির সময় অনুযায়ী দুপুর একটায় এবং ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটেয় শুরু হবে নিলাম।’

46
আইপিএল নিলামে প্রথমে ক্যাপড, তারপর আনক্যাপড ক্রিকেটারদের নাম ডাকা হবে, জানিয়েছে বিসিসিআই

প্রস্তুতি সারা বিসিসিআই-এর

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল নিলামে প্রথমে ক্যাপড ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার, স্পিনারদের তোলা হবে। তারপর এক এক করে আনক্যাপড প্লেয়ারদের নাম ডাকা হবে। প্রথমে যে ক্রিকেটাররা অবিক্রিত থাকবেন, তাদের নাম পরে আবার ডাকা হবে। এভাবেই চলবে নিলাম। দেশ-বিদেশের ক্যাপড ও আনক্যাপড ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন।

56
আইপিএল মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে বেশি টাকা

সুবিধাজনক অবস্থানে কেকেআর

আইপিএল-এর ১০ ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামের আগে মোট ২৩৭.৫৫ কোটি টাকা আছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে সর্বাধিক ৬৪.৩০ কোটি টাকা আছে। চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৪৩.৪০ কোটি টাকা। নিলামের আগে ৪০ জন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা করে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোইয়ের বেস প্রাইস ২ কোটি টাকা।

66
এবারের আইপিএল-এর নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই দেখা যেতে পারে

বিপুল দর পেতে পারেন ক্যামেরন গ্রিন

এবারের আইপিএল-এর নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন। তিনি সবচেয়ে বেশি দর পেতে পারেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে তাঁকে নিয়ে লড়াই হতে পারে। ডেভন কনওয়ে, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, সরফরাজ খান, পৃথ্বী শ, ডেভিড মিলার, ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও লড়াই হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories