IPL 2026: বিসিসিআই-এর নির্দেশে কেকেআর থেকে বাদ মুস্তাফিজুর! বিতর্কের মাঝেই মুখ খুললেন বাংলাদেশের বোলার

Published : Jan 04, 2026, 06:58 PM IST

IPL 2026: আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান।

PREV
16
কেকেআর স্কোয়াড থেকে বাদ মুস্তাফিজুর

আসন্ন আইপিএল মরশুম শুরুর আগেই ভারত এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের মধ্যে ফাটল। নেপথ্যে আছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে ৯.২ কোটি টাকার বিনিময়ে মেগা নিলাম থেকে কেনে। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া খারাপ হওয়ার দরুণ বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় যে, মুস্তাফিজুরকে যেন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।  

26
মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান

সেই মতোই নাইটদের তরফ থেকে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়া থেকেও ছবি সরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, "যদি তারা আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমার কিছুই করার নেই।"

36
বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের জন্য বাংলাদেশের দাবি

তারপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে চায় না বাংলাদেশ। জানা যাচ্ছে, সেই দেশের অন্তর্বর্তী সরকার এমনই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ম্যাচগুলিকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার দাবি জানিয়েছে তারা।

46
আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

এমনকি, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন অনেকে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রভাব এখন খেলার উপরেও এসে পড়ছে।

56
কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই

তবে এই পরিপ্রেক্ষিতে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। তারা পরিষ্কার বলছেন, কোনও দেশের খামখেয়ালি মনোভাবের জন্য শেষ মুহূর্তে ম্যাচ সরাতে রাজি নন বোর্ড কর্তারা।

66
বিতর্কের মাঝে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

এইসব বিতর্কের মাঝেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল। সেই দলের অধিনায়ক হলেন লিটন দাস এবং সহ-অধিনায়ক হলেন সইফ হাসান। ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান । 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories