আইপিএল ২০২৬: ট্রেডের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টস থেকে মুম্বই ইন্ডিয়ানসে শার্দুল ঠাকুর

Published : Nov 13, 2025, 07:29 PM ISTUpdated : Nov 13, 2025, 07:44 PM IST
shardul thakur mumbai indians

সংক্ষিপ্ত

IPL 2026: কিছুদিন পরেই ২০২৬ সালের আইপিএল-এর জন্য নিলাম হতে চলেছে। তার আগে ট্রেডের মাধ্যমে বিভিন্ন ক্রিকেটারের দলবদল চলছে। একইসঙ্গে বিভিন্ন ক্রিকেটারকে রিটেইনও করছে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলি।

DID YOU KNOW ?
মুম্বই ইন্ডিয়ানসে শার্দুল
২০২৬ সালের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের বদলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন শার্দুল ঠাকুর।

Shardul Thakur: ট্রেডের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) যোগ দিলেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি গত আইপিএল-এ (IPL 2025) দু'কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন। তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০ ম্যাচ খেলেন। এবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন শার্দুল। তাঁকে দু'কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস। গত মরসুমের আইপিএল-এর নিলামে অবিক্রিত থেকে যান শার্দুল। ফলে তাঁর খেলার কথা ছিল না। কিন্তু মহসিন খান (Mohsin Khan) চোট পেয়ে ছিটকে যাওয়ার পর বাধ্য হয়ে শার্দুলকে দলে নেয় সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল। অভাবনীয়ভাবে সুযোগ পাওয়ার পর শুরুতে ভালো পারফরম্যান্স দেখান শার্দুল। প্রথম দুই ম্যাচে তিনি ছয় উইকেট নেন। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে চার উইকেট নেন। কিন্তু এরপর তাঁর পারফরম্যান্সের অবনতি হয়। মোট ১০ ম্যাচ খেলে তিন ১৩ উইকেট নিয়ে আইপিএল শেষ করেন। তাঁর ইকনমি রেট ছিল ১১.০২। তবে এই পারফরম্যান্সের পরেও তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে মুম্বই ইন্ডিয়ানস। দু'কোটি টাকা পেয়েই শার্দুলকে ছেড়ে দিল লখনউ সুপার জায়ান্টস।

আইপিএল-এ মাঝারি পারফরম্যান্স শার্দুলের

আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১০৫ ম্যাচ খেলেছেন শার্দুল। তাঁর উইকেট সংখ্যা ১০৭। তিনি ৩২৫ রান করেছেন। এই পারফরম্যান্সকে কোনওভাবেই ভালো বলা যাবে না। তবে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার। তিনি ২০১৮ ও ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সদস্য ছিলেন। শার্দুলকে যে দলে নেবে মুম্বই ইন্ডিয়ানস, তা সরকারিভাবে ঘোষণার আগেই নিজের ইউটিউব চ্যানেলে ফাঁস করে দেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। পরে অবশ্য তিনি ভিডিও থেকে শার্দুলের ট্রেডের অংশ বাদ দেন।

তৃতীয়বার শার্দুলের ট্রেড

আইপিএল-এ তৃতীয়বার শার্দুলের ট্রেড হল। ২০১৭ সালে তাঁকে ট্রেডের মাধ্যমে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) থেকে দলে নিয়েছিল রাইজিং পুণে সুপারজায়ান্ট (Rising Pune Supergiant)। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) থেকে ট্রেডের মাধ্যমে শার্দুলকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল-এ তৃতীয়বার শার্দুল ঠাকুরের ট্রেড হল।
আইপিএল-এ তৃতীয়বার ট্রেডের মাধ্যমে দলবদল করলেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের