IPL: মেগা অকশনের আগেই চরম সিদ্ধান্ত নিতে পারে কেকেআর, প্রস্তুত হচ্ছে ক্রিকেটারদের তালিকা
মাঝে আর কয়েকটাদিন। তারপরেই আইপিএল-এর (IPL 2025) মেগা নিলাম (Mega Auction)। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) হয়ত এবার সেই চরম সিদ্ধান্তটা নিয়েই নিল।
Subhankar Das | Published : Oct 23, 2024 3:46 PM / Updated: Oct 23 2024, 05:39 PM IST
তুঙ্গে এখন সেই জল্পনা
আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএল-এর (IPL) সব দলকে জমা দিয়ে দিতে হবে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা।
আর তার আগেই কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিতে পারে চরম সিদ্ধান্ত
একাধারে তাকে চমকও বলা চলে।
কারণ, কেকেআর-কে ঘিরে তৈরি হয়েছে নতুন এক সাসপেন্স
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের (Defending Champion) দিকে নজর রয়েছে সবার।
কাদের ধরে রাখছে নাইটরা?
আর কাদেরই বা ছেড়ে দেবে কেকেআর (KKR)? সেই নিয়েই এখন আলোচনা।
ক্রিকেট মহল একেবারে সরগরম
শোনা যাচ্ছে, চরম একটি সিদ্ধান্ত নিতে চলছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট (Team Management)।
উল্লেখ্য, দলের অধিনায়ক তখন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)
গতবার, অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাত ধরেই তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জেতে নাইটরা। কিন্তু তিনি আদৌ দলে থাকবেন তো?
যদিও আইপিএল-এর ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
কারণ, এর আগে কোনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে রিলিজ করেনি কোনও দলের ম্যানেজমেন্টই।
সূত্রের খবর, কেকেআর শ্রেয়স আইয়ারকে ধরে রাখার জন্য তৈরি
কিন্তু তিনি দলের টপ রিটেইনশন হবেন না।
প্রসঙ্গত, আইপিএল ২০২২-এর আগে কেকেআর দলে যোগ দেন শ্রেয়স আইয়ার
নিলামে মোট ১২.২৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় নাইট রাইডার্স।
যদি আসন্ন এই রিটেইনশনের বিষয়টি শ্রেয়সের পছন্দ না হয়, তাহলে তিনি নিলামে অংশ নিতে পারেন
সেক্ষেত্রে কেকেআর তাঁকে আগের তুলনায় অনেক কম দামেও কেনার চেষ্টা করতে পারে। অন্যদিকে, এবার দলের নয়া মেন্টর ডোয়েইন ব্র্যাভো (Dwayne Bravo)। ফলে, নতুন মরশুমে হয়ত কোনও নতুন অধিনায়কের হাতেও যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব।
শ্রেয়সকে পেতে যারা ঝাঁপাতে পারে
আইয়ার যদি মেগা নিলামে অংশ নেন, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংসের (PBKS) মতো দলগুলি তাঁকে বড় দর দিতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। আগামী মরশুমের জন্য সবার আগে এই দলগুলির নতুন একজন অধিনায়ককে প্রয়োজন।