IPL: কলকাতা নাইট রাইডার্সে আসছেন এই ভয়ঙ্কর বিদেশি পেসার, স্টার্কের বিদায়! কাকে নিচ্ছে কেকআর?
আসছে আইপিএল-এর (IPL) মেগা অকশন। আর এই মহা নিলামে ঠিক কোন পথে হাঁটবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টিম ম্যানেজমেন্ট? তা নিয়েই কার্যত, তুঙ্গে জল্পনা।
Subhankar Das | Published : Oct 22, 2024 12:53 PM IST / Updated: Oct 23 2024, 04:10 PM IST
তালিকা জমা দিতে হবে ক্রিকেটারদের
আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএল-এর দলকে জমা দিতে হবে তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা। আইপিএল-এর প্রতিটি দল একদিকে যেমন রিটেইনশনের তালিকা তৈরি করতে ব্যস্ত, ঠিক একইসঙ্গে তৈরি হচ্ছে পরিকল্পনা, কাদের জন্য ঝাঁপানো হবে।
কিন্তু নাইটদের রণনীতি কী হবে?
কেকেআর ফ্যানদের মধ্যে সেই জল্পনাই তুঙ্গে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল (IPL) নিলামে (Auction) কোন রণনীতি নেবে তা নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে ফ্যানদের মনে।
কেন্দ্রবিন্দুতে বিদেশি পেসার (Pacer)
বিশেষ করে বিদেশি পেসারের ক্ষেত্রে এবারও কি স্টার্কের জন্য ঝাপাবে কেকেআর? নাকি অপশনে এসে গেছেন অন্য কেউ!
প্লেঅফ এবং ফাইনাল ছাড়া খুব একটা ভালো পারফর্ম করেননি স্টার্ক
এর আগে অবশ্য প্যাট কামিন্সকেও রেকর্ড অর্থের বিনিময়ে দলে নেয় কেকেআর (KKR)।
আর গতবার তো প্রায় আইপিএল ইতিহাসে (IPL History) রেকর্ড গড়ে ফেলে কেকেআর
প্রায় ২৫ কোটি টাকার বিনিময়ে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্লেঅফ এবং ফাইনাল ছাড়া খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি এই অজি পেসার।
স্বভাবতই, মিচেল স্টার্ককে রিটেইন করার সম্ভাবনা খুবই কম
ফলে, বিশাল বড় কোনও নামের পিছনে নাও ছুটতে পারে কেকেআর।
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের রাডারে রয়েছে এক ৬.৫ ফুট উচ্চতার ভয়ঙ্কর বিদেশি পেসার
ইতিমধ্যেই তাঁর আগুন ঝরানো বোলিং নজর কেড়েছে সবার।
তিনি নিউজিল্যান্ডের বিধ্বংসী পেসার
নাম তাঁর উইল ও রর্ক (Will O Rourke)। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২ রানের বিনিময়ে নেন চার উইকেট। আর তারপরেই আইপিএল নিলামের আগে রীতিমতো চর্চায় চলে আসেন ২৩ বছর বয়সী এই তরুণ কিউই তারকা।
তাঁর উপর তীক্ষ্ণ নজর নাইটদের
এশিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে এসেই নিজেকে মেলে ধরেছেন উইল ও রর্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, লাইন-লেন্থ এবং সুইংয়ের উপযুক্ত পরিচয় দিয়েছেন এই লম্বা পেস বোলারটি। খুব স্বাভাবিকভাবেই তা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের।
বিশেষত, ভারতের স্পিন সহায়ক উইকেটেও তাঁর বোলিং তাক লাগিয়ে দিয়েছে
অপরদিকে, উইল ও রর্ককে দলে নিলে খুব একটা বেশি টাকাও খরচ করতে হবে না কেকেআরকে। সেইসঙ্গে, বয়স কম হওয়ার দরুণ ভবিষ্যতে অনেকগুলি বছরই তাঁর সার্ভিস পেতে পারে দল। পাওয়ার প্লে-তে তাঁর উচ্চতা, বাউন্স এবং সুইং বড় শক্তি হয়ে দেখা দিতে পারে কলকাতা নাইট রাইডার্সের।