প্রথমবার আইপিএল-এর নিলামে থাকছেন, কোন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেতে পারেন জেমস অ্যান্ডারসন?

Published : Nov 06, 2024, 05:10 PM ISTUpdated : Nov 06, 2024, 05:41 PM IST
James Anderson

সংক্ষিপ্ত

আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলছেন না ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তবে তাঁর বোলিংয়ের ধার এতটুকু কমেনি। ফলে তাঁকে নিয়ে আগ্রহী হতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।

২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুমের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজিতেই সুযোগ পাননি অস্ট্রেলিয়ার সেরা পেসার গ্লেন ম্যাকগ্রা। ১৬ বছর পর প্রথমবার আইপিএল নিলামে যোগ দিয়ে কি কোনও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন ইংল্যান্ডের সেরা পেসার জেমস অ্যান্ডারসন? টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই পেসার। তাঁর বয়স ৪২ বছর। তবে এই পেসারের ফিটনেসে ঘাটতি দেখা যাচ্ছে না। এখন ইংল্যান্ড দলের ফাস্ট বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন অ্যান্ডারসন। আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ১.২৫ কোটি টাকা। ফলে এই অভিজ্ঞ পেসারকে কম টাকায় পেলে সব ফ্র্যাঞ্চাইজিই দলে নেওয়ার চেষ্টা করতে পারে।

জুলাইয়ে অবসর নিয়েছেন অ্যান্ডারসন

এ বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলার পর অবসর নিয়েছেন অ্যান্ডারসন। এই পেসার টেস্ট ক্রিকেটে ৭০৪ উইকেট নিয়েছেন। ফলে তাঁর দক্ষতা নিয়ে কারও প্রশ্ন নেই। তবে ৪৩ বছর বয়সের কাছাকাছি পৌঁছে গরমকালে ভারতে ২ মাস খেলার ধকল নিতে পারবেন কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। ফলে নিলামে কী হতে চলেছে, সেটা নিয়ে সবারই আগ্রহ রয়েছে।

আইপিএল-এ নেই বেন স্টোকস

অ্যান্ডারসন ২০২৫ সালের আইপিএল-এ খেলার ব্যাপারে আগ্রহী হলেও, এবার খেলছেন না ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তিনি আইপিএল-এর নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আইপিএল-এর নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি মেগা নিলামে যোগ না দেন, তাহলে পরের মরসুমে মিনি নিলামে তাঁকে যোগ দিতে দেওয়া হবে না। ফলে ঝুঁকি নিয়েই এবারের আইপিএল নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন স্টোকস। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড যদি সরকারিভাবে জানায় এই অলরাউন্ডার চোট পেয়েছেন, তাহলে তিনি পরের মরসুমের আইপিএল নিলামে থাকার সুযোগ পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের কি এখনই অবসরের কথা ভাবা উচিত?

ভারতীয় ক্রিকেট দলে শেষ বাঙালি, ব্যাট-গ্লাভস তুলে রাখছেন ঋদ্ধিমান সাহা

উত্তর-পূর্ব ভারতে আইপিএল-এর জন্য তৈরি হচ্ছে দ্বিতীয় স্টেডিয়াম, সরে যাবে কেকেআর-এর ম্যাচ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে