IPL Auction: মেগা নিলামের আগেই চর্চায় তিনি, আফগানিস্তানের সিদ্দিকুল্লা আতালের দিকে কি নজর সবার?

আইপিএল-এর নিলাম যতই এগিয়ে আসছে, ততই যেন পারদ চড়তে শুরু করেছে। 

সিনিয়র দলের হয়ে ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। এমনকি, কিছুদিন আগে ওয়ান ডে ক্রিকেটেও অভিষেক হয়েছে। কিন্তু এমার্জিং এশিয়া কাপে তাঁর ব্যাটিং যেন নজর কেড়েছে সবার। যে কোনও সেরা বোলারের জন্য রীতিমতো তাই আসন্ন আইপিএল-এর মেগা অকশনে নজর থাকবে আফগান এই তরুণ ব্যাটার সিদ্দিকুল্লা আতালের দিকে।

মোট ১৫৭৪ জন ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছে আইপিএল-এর নিলামে। যদিও সুযোগ পাবেন মাত্র ২০০ জন। এবার সেই তালিকায় যদি সিদ্দিকুল্লা আতাল নামে কেউ থাকেন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, এই প্রথম এমার্জিং এশিয়া কাপ হয়েছে টি-২০ ফরম্যাটে। আর এই টুর্নামেন্টে সর্বাধিক রান স্কোরার হয়েছেন আফগান এই ওপেনার।

Latest Videos

মোট পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৬৮ রান! বাঁ-হাতি এই ওপেনারের গড় ছিল প্রায় ১২২.৬৬। গ্রুপ পর্বে আফগানিস্তান-এ দল প্রথম ম্যাচ খেলে শ্রীলঙ্কা-এ দলের বিরুদ্ধে। সিদ্দিকুল্লা আতাল ২টি চার এবং ৭টি ছয় মেরে, মাত্র ৪৬ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। এরপর বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে ৫৫ বলে অপরাজিত ৯৫ রান করেন তিনি।

এক্ষেত্রে ৯টি চার এবং পাঁচটি ছয় মারেন তিনি। ওদিকে আবার ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ৫২ বলে ৮৩ রান করেন। ৭টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি ছিল সেই ইনিংসে। এদিকে আবার ভারতীয় দলে অংশুল কম্বোজ, রশিক সালামদার এবং রাহুল চাহারের মতো আইপিএলের অভিজ্ঞ বোলাররা ছিলেন। সুতরাং, ফর্মে থাকা অটলকে ঘিরে আইপিএল-এর দলগুলি যে আগ্রহ দেখাবে, তা একপ্রকার পরিষ্কার। তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari