
IPL Auction 2026: দুবাইতে আইপিএল-এর মেগা নিলামে যেন কলকাতা নাইট রাইডার্সের জয়জয়কার। মঙ্গলবার, মোট ১৩ জন ক্রিকেটারকে কিনল কেকেআর। তাদের মধ্যে ৬ জন হল বিদেশি (ipl auction 2026)। মোট ৬৩ কোটি ৮৫ লক্ষ টাকা খরচ করেছে তারা (ipl auction 2026 players list)।
উল্লেখযোগ্য বিষয় হল, সবথেকে বেশি ক্রিকেটার দলে নিয়েছেন বেঙ্কি মাইসোররা। ২৫.২০ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে কিনে নিল কেকেআর। অন্যদিকে, শ্রীলঙ্কার পেস বোলার মাথিসা পাথিরানাকে কেকেআর কিনেছে ১৮ কোটি টাকা দিয়ে।
বাংলাদেশের মুস্তাফিজ়ুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছে তারা। অপরদিকে, নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইটরা। বাংলার ক্রিকেটার আকাশদীপও এবার কলকাতার হয়ে খেলবেন। ভারতীয় দলের এই পেস বোলারকে ১ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কেকেআর।
নিউজ়িল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকেও নিয়েছে কলকাতা। তাঁর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি টাকা। আরেক কিউয়ি উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট খেলবেন নাইটদের হয়ে। তাঁকে ন্যূনতম ১.৫০ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা।
এছাড়া ৩ কোটি টাকা দিয়ে তেজস্বী সিংহ দাহিয়াকেও নিয়েছে কেকেআর। তিনি একজন আগ্রাসী ব্যাটার হিসেবেও পরিচিত। দিল্লীর হয়ে চারটি টি-২০ ম্যাচে, গড়ে ৫৬.৫ করেছেন ১১৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৭০।
দিল্লী প্রিমিয়ার লিগে ১২ বলে অর্ধশতরান করে নজর কাড়েন এই তরুণ ব্যাটার। এই প্রতিযোগিতায় তাঁর স্ট্রাইক রেট ১৯০ এবং সংগ্রহে মোট ৩৩৯ রান। এই প্রতিযোগিতায় তিনি ২০টি চার এবং ২৯টি ছয় মারেন। পাশাপাশি দিল্লীর একটি প্রতিযোগিতায় এক ওভারের ছয় বলে ছটি ছক্কা মারারও নজির রয়েছে তেজস্বীর দখলে।
অন্যদিকে, ৩০ লাখ টাকা দিয়ে উত্তরপ্রদেশের পেস বোলার কার্তিক ত্যাগী এবং মুম্বইয়ের লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কিকেও কিনেছে কলকাতা। ৭৫ লক্ষ টাকার বিনিময়ে রাহুল ত্রিপাঠীও দলে এসেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।