
India U19 vs Malaysia U19: তরুণ বাঙালি উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুর (Abhigyan Kundu) অপরাজিত দ্বিশতরান, বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) ও বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) অসাধারণ ব্যাটিং এবং দীপেশ দেবেন্দ্রনের (Deepesh Devendran) পাঁচ উইকেটের সুবাদে চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (2025 ACC Under-19 Asia Cup) নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩১৫ রানে জয় পেল ভারতীয় দল। মঙ্গলবার দুবাইয়ে (Dubai) এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ৪০৮ রান করে। জবাবি মালয়েশিয়া ৩২.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে গেল। গত ম্যাচে পাকিস্তানকে (India U19 vs Pakistan U19) বড় ব্যবধানে হারানোর পর এবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয় তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারতীয় দল।
মঙ্গলবার ১২৫ বল খেলে ২০৯ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞান। তিনি ১৭টি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি মারেন। বেদান্ত ১০৬ বল খেলে ৯০ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি মারেন। বৈভব ২৬ বল খেলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre) সাত বল খেলে ১৪ রান করেন। কনিষ্ক চৌহান (Kanishk Chouhan) ১১ বল খেলে ১৪ রান করেন। মালয়েশিয়ার হয়ে ১০ ওভার বোলিং করে ৮৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন মহম্মদ আক্রম (Muhammad Akram)।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান দীপেশ। তিনি সাত ওভার বোলিং করে এক মেডেন-সহ ২২ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ৭.১ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে জোড়া উইকেট নেন উদ্ধব মোহন (Udhav Mohan)। ছয় ওভার বোলিং করে দুই মেডেন-সহ ১৭ রান দিয়ে এক উইকেট নেন কিষান কুমার সিং (Kishan Kumar Singh)। নয় ওভার বোলিং করে তিন মেডেন-সহ ২১ রান দিয়ে এক উইকেট নেন খিলান প্যাটেল (Khilan Patel)। তিন ওভার বোলিং করে এক মেডেন-সহ সাত রান দিয়ে এক উইকেট নেন কনিষ্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।