110

ইংল্যান্ড তারকা জস বাটলার এবার গুজরাত টাইটান্সে
তাঁকে ১৫.৭৫ কোটি টাকায় কিনেছে তারা।
210
সেইসঙ্গে, ভারতীয় পেসার মহম্মদ সিরাজ এবার খেলবেন গুজরাতের জার্সিতে
তাঁকে ১২.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে টাইটান্স।
310
প্রসিধ কৃষ্ণকে ৯.৫০ কোটি টাকাতে কিনল গুজরাত
তিনি এবার মাঠে নামবেন টাইটান্সের জার্সিতে।
410
দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাডা
তাঁকে ১০.৭৫ কোটি টাকায় কিনল জিটি।
510
অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরকে ৩.২০ কোটি টাকাতে নিয়েছে গুজরাত
ফলে, মিডল অর্ডার অনেকটা পোক্ত হল তাদের।
610
এই দলে আছেন ইশান্ত শর্মাও
তাঁকে গুজরাত কিনেছে ৭৫ লক্ষ টাকায়।
710
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড
তাঁকে ২.৬০ কোটি টাকা দিয়ে কিনল গুজরাত টাইটান্স।
810
নিউজিল্যান্ড তারকা গ্লেন ফিলিপস
তাঁকে ২ কোটি টাকাতে কিনেছে গুজরাত টাইটান্স।
910
আর কোন কোন ক্রিকেটারকে নিল গুজরাত
জেরাল্ড কোয়েটজিঃ ২.৪০ কোটি
আর সাই কিশোরঃ ২ কোটি
গুরনুর সিং ব্রারঃ ১.৩০ কোটি
মহম্মদ আরশাদ খানঃ ১.৩০ কোটি
জয়ন্ত যাদবঃ ৭৫ লক্ষ
মানব সুধারঃ ৩০ লক্ষ