110

নিউজিল্যান্ডের দুরন্ত জোরে বোলার ট্রেন্ট বোল্ট এবার মুম্বইতে
১২.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনল এমআই।
210
ওদিকে নমন ধীরকে ৫.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই
তিনি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এই দলের জন্য।
310
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন এবার মুম্বই ইন্ডিয়ান্স
১ কোটি টাকাতে তিনি এবার এই দলে।
410
দীপক চাহারও এবার এমআই-তে
তাঁকে ৯.২৫ কোটি টাকায় কিনেছে মুম্বই।
510
উইল জ্যাকসকে ৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই
610
আরেক কিউয়ি তারকা মিচেল স্যান্টনারকে দলে নিল মুম্বই
মোট ২ কোটি টাকায় স্যান্টনারকে কিনল এমআই।
710
অর্জুন তেন্ডুলকরকে ৩০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই
তিনি এবারও এমআই-এর জার্সিতে।
810
লিজাড উইলিয়ামস এলেন মুম্বইতে
৭৫ লক্ষ টাকার বিনিমিয়ে তাঁকে দলে নিল এমআই।
910
আর কাদের নিল তারা?
আল্লাহ ঘাজানফারঃ ৪.৮০ কোটি
রেক টপলেঃ ৭৫ লক্ষ
অশ্বিনী কুমারঃ ৩০ লক্ষ
রাজ অঙ্গদ বাওয়াঃ ৩০ লক্ষ