IPL Mega Auction MI: আগুন ঝরানো ট্রেন্ট বোল্ট এবার মুম্বইতে, সঙ্গে আর কারা রয়েছেন?

Published : Nov 26, 2024, 03:08 PM IST

আইপিএল মেগা নিলামের মঞ্চ থেকে বেশ শক্তিশালী দল গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। 

PREV
110
নিউজিল্যান্ডের দুরন্ত জোরে বোলার ট্রেন্ট বোল্ট এবার মুম্বইতে

১২.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনল এমআই। 

210
ওদিকে নমন ধীরকে ৫.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই

তিনি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এই দলের জন্য।

310
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন এবার মুম্বই ইন্ডিয়ান্স

১ কোটি টাকাতে তিনি এবার এই দলে।

410
দীপক চাহারও এবার এমআই-তে

তাঁকে ৯.২৫ কোটি টাকায় কিনেছে মুম্বই।

510
উইল জ্যাকসকে ৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই

তাঁকে এবার কিনেছে তারা। 

610
আরেক কিউয়ি তারকা মিচেল স্যান্টনারকে দলে নিল মুম্বই

মোট ২ কোটি টাকায় স্যান্টনারকে কিনল এমআই। 

710
অর্জুন তেন্ডুলকরকে ৩০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই

তিনি এবারও এমআই-এর জার্সিতে।

810
লিজাড উইলিয়ামস এলেন মুম্বইতে

৭৫ লক্ষ টাকার বিনিমিয়ে তাঁকে দলে নিল এমআই। 

910
আর কাদের নিল তারা?

আল্লাহ ঘাজানফারঃ ৪.৮০ কোটি

রেক টপলেঃ ৭৫ লক্ষ

অশ্বিনী কুমারঃ ৩০ লক্ষ

রাজ অঙ্গদ বাওয়াঃ ৩০ লক্ষ

1010
শ্রীজিথ কৃষ্ণানঃ ৩০ লক্ষ

বেভান জেকবসঃ ৩০ লক্ষ

ভিএস পেনমেটসাঃ ৩০ লক্ষ

রোবিন মিনজঃ ৬৫ লক্ষ

করণ শর্মাঃ ৫০ লক্ষ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories