110

জোফ্রা আর্চারকে রেকর্ড অর্থের বিনিময়ে কিনল রাজস্থান
১২.৫০ কোটি টাকার বিনিময়ে তিনি খেলবেন রাজস্থানের জার্সিতে।
210
শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহিশ থিকশানাও রাজস্থানে
তাঁকে ৪.৪০ কোটি টাকায় কিনেছে আরআর।
310
অপর এক শ্রীলঙ্কান বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গাও এবার রাজস্থান রয়্যালসে
তাঁকে ৫.২৫ কোটি টাকায় কিনেছে রাজস্থান টিম ম্যানেজমেন্ট।
410
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা নীতিশ রানাকে এবার কিনে নিল রাজস্থান রয়্যালস
৪.২০ কোটি টাকায় তিনি এলেন রাজস্থানে।
510
অন্যদিকে, আইপিএল নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন বৈভব সূর্যবংশী
তাঁকে ১.১০ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস।
610
তুষার দেশপাণ্ডে এবার রাজস্থানে
তাঁকে ৬.৫০ কোটি টাকা দিয়ে কিনেছে তারা।
710
প্রোটিয়া ক্রিকেটার কিউয়েনা মাফাকা
তাঁকে ১.৫০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রয়্যালস।
810
শুভম দুবে এবার ৮০ লক্ষ টাকার বিনিময়ে রাজস্থানে
910
এছাড়া আর কোন কোন ক্রিকেটাররা এলেন রাজস্থান রয়্যালসে?
ফাজলহক ফারুকঃ ২ কোটি
যুধবীর চারাকঃ ৩৫ লক্ষ
অশোক শর্মাঃ ৩০ লক্ষ
1010
কুণাল রাঠোরঃ ৩০ লক্ষ
আকাশ মাধওয়ালঃ ১.২০ কোটি
কুমার কার্তিকেয়াঃ ৩০ লক্ষ